ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে পাঁচ বোলার নিয়ে নেমেছিল বাংলাদেশ। ছিলেন না দরকারে সমর্থন দেয়ার মতো কোনো ষষ্ঠ বোলার। মাহমুদউল্লাহকে দিয়ে এক ওভার করালে ৭ রান দেন, পরে তাকে আর বল দেননি অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামার আগেরদিন সংবাদ সম্মেলনে ষষ্ঠ বোলার বিষয়ক প্রশ্নের জবাব দিয়েছেন টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
৪৫ বর্ষী সাবেক স্পিনার হেরাথ বলেছেন, ‘এটা পুরোপুরি মাঠের কন্ডিশনের উপর নির্ভরশীল। আমি নিশ্চিত যদি দলের আরেকজন বোলার প্রয়োজন হয়, তখন কোচ, নির্বাচক, অধিনায়ক এ বিষয়ে আলোচনা করবেন। সেটা তারা আগামীকাল নির্ধারণ করবেন।’
স্পিন কোচ হিসেবে হেরাথ কি ভাবছে? বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই। কারণ এখানে ভিন্ন একটি পরিবেশে আমরা খেলছি। প্রথমে আমাদের এই কন্ডিশন দেখতে হবে, তারপর আমরা সিদ্ধান্ত নিতে পারব। আমি এখনও দেখিনি।’
প্রথম ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থায় আছে টিম টাইগার্স। মঙ্গলবার ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগাররা নামবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় গড়াবে ম্যাচ।







