পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা কী স্ট্যাটাসে ভারতে আছেন তা জানতে চায়নি বাংলাদেশ। সব কিছু আইন দিয়ে হয় না। ভারত আশ্রয় দিয়েছে বলেই সেখানে আছেন তিনি।
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, শেখ হাসিনা কী স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি বাংলাদেশ।
তিনি এসময় জানান, অক্টোবর পর্যন্ত বন্যার্ত এলাকায় ঋণের কিস্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।









