সিওপি বা কপ৩০-এর সভাপতি রাষ্ট্রদূত আন্দ্রে কোরেয়া দু লাগো বলেছেন, আমি বাংলাদেশ সম্পর্কে জানি। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। মানুষের জীবনযাপনে এর বিরূপ প্রভাব পড়ছে। আমি মনে করি জলবায়ু তহবিলের যে অর্থ তা থেকে বাংলাদেশকে বেশি বরাদ্দ দেওয়া উচিত।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রে চ্যানেল আইয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে কপ৩০-এর সভাপতি এ কথা বলেন।
২০২৫ সালের জানুয়ারিতে আন্দ্রে কোরেয়া দু লাগোকে নিয়োগ দেওয়া হয়। তিনি ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের আলোচনাগুলো পরিচালনার দায়িত্বে আছেন।
আন্দ্রে কোরেয়া দু লাগো বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সকল দেশকে একসাথে করতে হবে। এখন আর এ বিষয়ে ভেদাভেদের জায়গা নেই।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশসহ অনেক বেশি হুমকির মধ্যে আছে। বাংলাদেশের প্রয়োজনটা বেশি এটা আমি জানি, অনুভব করি। তিনি বলেন, লবনাক্ততার কারণে বাংলাদেশের মানুষ উদ্বাস্তু হচ্ছে। ফসল উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। এগুলো আমি জানি।









