Site icon চ্যানেল আই অনলাইন

বৃষ্টির জন্য ‘গোপন অনুশীলন’ করতে পারল না বাংলাদেশ

মিরপুরে ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকেই হতাশ করল প্রকৃতি। রাতের বৃষ্টিতে ভিজেছে মাঠ। সকালেও হয়েছে থেমে থেমে বৃষ্টি। ভেজা মাঠ শুকানোর উপায় ছিল না রোদের ছোঁয়া ছাড়া। অনেকটা সময় অপেক্ষার পর বৈরি আবহাওয়ায় বাংলাদেশ দলের অনুশীলনই বাতিলের সিদ্ধান্ত আসে।

এশিয়া কাপে দল ঘোষণার পর শনিবার হয়েছে টিম টাইগার্সের প্রথম অনুশীলন। ফিটনেসের পর শের-ই-বাংলা স্টেডিয়ামে ছিল ‘ম্যাচ সিনারিও’ সেশন। ম্যাচের মতো করেই ব্যাটিং-বোলিং-ফিল্ডিং করেছেন সবাই। সেই আদলে রোববারও দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা অবধি অনুশীলন চলার কথা ছিল মুশফিক-তাসকিনদের। তা হতে দেয়নি শ্রাবণের বৃষ্টি।

ড্রেসিংরুমেই অপেক্ষায় ছিলেন সবাই। মধ্যমাঠ ত্রিপল দিয়ে ঢেকে সূর্যের আলোর আশায় অপেক্ষায় থাকেন মাঠকর্মীরাও। সাংবাদিকদের অপেক্ষা করতে হয়েছে মাঠ ছাড়িয়ে গ্যালারি পেরিয়ে অনেকটা দূরে। কেননা কয়েকদিন গোপনীয়তার চাদরে ঢাকা পড়বে ক্রিকেটারদের মাঠের অনুশীলন।

সাংবাদিকদের চোখ, ক্যামেরার লেন্স, সবকিছু থেকেই ক্রিকেটারদের দূর রাখতে চায় বিসিবি। আগামী কিছুদিন ১৫ মিনিটের বেশি ক্যামেরাবন্দি করা যাবে না তাদের মাঠের গতিবিধি। এরআগেও যখন চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের কোচ ছিলেন, তিনি মাঝেমধ্যে ইনডোরের গ্রিলের বেড়ায় কালো কাপড় লাগিয়ে ‘গোপন’ অনুশীলন করিয়েছেন দলকে।

বিসিবি শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে টিম ম্যানেজমেন্টের সে সিদ্ধান্তই জানিয়ে দেয়। আগামী কয়েকদিন স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার থাকবে সীমিত। প্রতিদিন ১৫ মিনিট করে অনুশীলনের ছবি তুলতে ও ভিডিও ফুটেজ নিতে পারবে সংবাদমাধ্যম। কঠিন বিধিনিষেধ আরোপের পরও সাংবাদিকদের উপস্থিতি অন্যান্য ব্যস্তদিনের মতো স্বাভাবিকই ছিল।

বৃষ্টিভেজা দিনে সাধারণত ক্রিকেটারদের ফুটবলে মেতে উঠতে দেখা যায়। তবে ব্যতিক্রম ছিল আজ। মাঠে নামার সুযোগ না হলেও তারা বিসিবির সভাকক্ষে মনোবিদের একটি সেশনে অংশ নেন।

Exit mobile version