মিয়ানমারের রাখাইনে একটি হাসপাতালে বোমা হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ, একই সঙ্গে সেখানে সহিংসতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বুধবার রাতে রাখাইনের ম্রাউক-উ শহরের একটি হাসপাতালে বোমা হামলা চালায় মিয়ানমারের সরকারি বাহিনী। ওই হামলায় অন্তত ৩৪ জনের প্রাণহানি এবং আরও কয়েক ডজন আহত হওয়ার তথ্য দিয়েছে বিবিসি।
বিদ্রোহী আরকান আর্মির এক মুখপাত্রের বরাতে রয়টার্স লিখেছে, ওই হামলায় হাসপাতালটি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়ে গেছে। বোমার আঘাত সরাসরি হওয়ার কারণে হতাহতের সংখ্যা অনেক বেশি।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনো ধরনের ব্যতিক্রম না করে বেসামরিক মানুষ এবং স্থাপনাকে সুরক্ষার গুরুত্ব তুলে ধরছে বাংলাদেশ। এবং রোহিঙ্গা ও রাখাইনসহ সব সম্প্রদায়কে সহিংসামুক্ত রাখার উপর গুরুত্বারোপ করছে।









