বিজয়ের ৫১ বছর পূর্ণ করলো বাংলাদেশ
৯ মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের পর স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার ৫১ বছর পূর্ণ করলো বাংলাদেশ। পরাজয় স্বীকার করে ৭১-এর ১৬ ডিসেম্বর যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। তবে, বিজয় এনে দেয়া গণমানুষের প্রকৃত অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করছেন বীর মুক্তিযোদ্ধারা। আর বিজয়ের শক্তিকে ধারণ করে আগামীতে প্রকৃত স্বাধীনতা আসবে বলে গণমানুষের প্রত্যাশা।