চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগ এদেশের মানুষের হৃদয়ে ভালোবাসার প্রতীক হিসেবে গণ্য: সাদ্দাম হোসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:21 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2023
সাক্ষাতকার
A A
Advertisements

সাম্প্রতিক সময়ে থানায় আটকে ছাত্রলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শারীরিকভাবে নির্যাতন করে মারাত্মকভাবে আহত করার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে। পুলিশ বাহিনীর একজন অতিরিক্ত কমিশনার ছাত্রলীগ নেতাদের বেদমভাবে মারধর করে রক্তাক্ত ও আহত করার ঘটনায় সম্পৃক্ত হওয়ায় তার উপযুক্ত বিচার এবং শাস্তি দাবি করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে বর্তমানে।

বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃবৃন্দকে থানায় নিয়ে প্রহারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাহিনীর সঙ্গে দেশের বৃহত্তম ও ক্ষমতাশালী শক্তিধর এই ছাত্রসংগঠনের মধ্যে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনা, বির্তকের ঝড়। তেমনই প্রেক্ষাপটে সম্প্রতি চ্যানেল আইয়ের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘মেট্রোসেম টু দ্য পয়েন্ট’ এ উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

জাহিদ নেওয়াজ খানের অনুষ্ঠান পরিকল্পনা এবং রাজু আলীমের প্রযোজনায় ‘মেট্রোসেম টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সোমা ইসলাম। জনপ্রিয় এই অনুষ্ঠানটিতে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের অন্তরঙ্গ আলাপচারিতায় সাম্প্রতিক সময়ে ছাত্রলীগ নিয়ে প্রশ্ন, বহুল আলোচিত ঘটনাবলীসহ ছাত্রলীগের কর্মকাণ্ড, ঐতিহ্য, নানা বিতর্ক, জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ইত্যাদি বিষয় উঠে এসেছে। যার ভিত্তিতে প্রতিবেদনটি লিখেছেন রেজাউল করিম খোকন।

একটি একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে সৃষ্ট ঘটনায় ছাত্রলীগের নেতাদের জড়িয়ে পড়া এবং পুলিশের সঙ্গে দ্বন্দ্ব, সংঘাতের ঘটনাটি কোনোভাবেই কাঙ্খিত নয়। যা ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ করেছে ভীষণ ভাবে। একইভাবে পুলিশের সন্ত্রাসী, আগ্রাসী, হিংসাত্মক, অমানবিক ঘটনা নাগরিক সমাজে নিন্দিত হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন অকপটে স্বীকার করেন, এ ধরনের ঘটনা অনভিপ্রেত সন্দেহ নেই।

আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত পুলিশ বাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশ যেমন সবার আস্থা এবং নির্ভরতার প্রতীক। তেমনি ভাবে প্রগতিশীল ছাত্রসংগঠন হিসেবে ছাত্রলীগ যুগ যুগ ধরে গৌরবময় ঐতিহ্যের ধারক, দেশের সবার ভালোবাসায় সমৃদ্ধ একটি শক্তিশালী ছাত্রসংগঠন হিসেবে প্রতিষ্ঠিত এবং পরিচিত।

আধুনিক, উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ছাত্রলীগ প্রশংসনীয় অবদান রেখে চলেছে। এমন প্রেক্ষাপটে ছাত্রলীগ নেতৃবৃন্দকে শারীরিকভাবে আক্রমণ করে অমানবিক নির্যাতন চালানোটা কোনোভাবে কাম্য হতে পারেনা। আমরা তেমন অন্যায়ের প্রতিকার চেয়ে দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দাবি করেছি। বর্তমানে এ নিয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্তে নিশ্চয়ই প্রকৃত অপরাধী সাব্যস্ত হবে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সেই তদন্তের ফলাফল দেখার অপেক্ষায় রয়েছি। আমরা এ নিয়ে অহেতুক বিতর্কের সূচনা করতে চাইনা।

নির্বাচনের আগে ছাত্রলীগের সঙ্গে পুলিশের সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি তেমন কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগ এদেশের প্রগতিশীল ছাত্রসংগঠন হিসেবে ছাত্র-ছাত্রীদের সামগ্রিক কল্যাণে কাজ করছে। শিক্ষাঙ্গনের সুষ্ঠু, সুন্দর, চমৎকার পরিবেশ রক্ষায় শক্তিশালী ভূমিকা পালন করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ সব সময়েই সচেষ্ট। এমতাবস্থায় কারো ব্যক্তিগত বিষয় নিয়ে সম্পৃক্ত হয়ে সংগঠনের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার অবকাশ নেই। আগামীতে এক্ষেত্রে ছাত্রলীগ অবশ্যই সচেতন থাকবে, নিশ্চিত করে বলতে পারি।

বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে দেশের রাজনৈতিক অঙ্গন, শিক্ষাঙ্গন ছাড়িয়ে ব্যবসা-বাণিজ্য, টেন্ডারবাজি, হল দখল ইত্যাদি কর্মকাণ্ডে বিতর্কিত ভূমিকা পালন করে নিন্দা, সমালোচনার পাত্র হচ্ছে ছাত্রলীগ ।

এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগ আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু কবে জাতীয় বিভিন্ন ইস্যুতে গৌরবময় ভূমিকা পালন করে এদেশের মানুষের হৃদয়ে ভালোবাসার অনন্য প্রতীক হিসেবে গন্য হয়ে আসছে। সবার আস্থা, ভরসার স্থল হিসেবে বিবেচিত হচ্ছে। দেশে যখন গণবিরোধী কর্মকাণ্ড মাথাচাড়া দিয়ে উঠেছে, যখন দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করে অরাজকতা কায়েম করার ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে সাধারণ মানুষের কল্যাণে শক্তিশালী ভূমিকা পালন করে আসছে। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা টেন্ডারবাজি, অন্যান্য ব্যবসা-বাণিজ্য ইত্যাদি করার অবকাশ নেই। ছাত্রলীগ কোনোভাবেই সমাজবিরোধী অপকর্মের সমর্থন করেনা, আশ্রয়-প্রশ্রয় দেয়না। একটি সুস্থ- সুন্দর, চমৎকার শিক্ষাঙ্গন গড়ে তুলতে শিক্ষার্থীদের কল্যাণে সার্বিক উন্নয়নে যা প্রয়োজন তার বাস্তবায়নে সদা সচেষ্ট থাকে। শিক্ষার পরিবেশ যেন উন্নত এবং সমৃদ্ধ থাকে, আধুনিক যুগোপযোগী জ্ঞান ভিত্তিক শিক্ষার যাতে বিকাশ ঘটে শিক্ষালাভের পর যাতে তরুণ-তরুণীরা নিজেদের যোগ্য হিসেবে কর্মজীবনে প্রবেশ করতে পারে তা নিশ্চিত করতে ছাত্রলীগ নানাভাবে কাজ করে যাচ্ছে।

জঙ্গীবাদমুক্ত শিক্ষাঙ্গন গড়তে, সাম্প্রদায়িক শক্তির উত্থান প্রতিরোধে সতর্ক ব্যবস্থা গ্রহণে ছাত্রলীগ শক্ত অবস্থানে থাকায় এখন দেশের শিক্ষাঙ্গনে এক ধরনের স্থিতিশীল, শান্ত পরিবেশ বিরাজ করছে। হয়তো মাঝেমধ্যে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। কিন্তু এক্ষেত্রে যারা দলীয় শৃঙ্খলাভঙ্গ করে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, ছাত্রলীগের ঐতিহ্য, সুনাম ক্ষুণ্ন করেছে তাদেরকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করাসহ তাদের বিরুদ্ধে নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । আমি জোর গলায় বলতে চাই, এ ক্ষেত্রে ছাত্রলীগ কোনোভাবেই আপোষ করে না, অন্যায়-অনিয়মকে প্রশ্রয় দেয় না।

আমরা সব সময় দেশের বৃহত্তর স্বার্থ, দেশের সার্বভৌমত্ব, শান্তিশৃঙ্খলা রক্ষা, সমৃদ্ধি ও উন্নয়নকে প্রাধান্য দিতে বদ্ধপরিকর। একটি মেধাবী, কর্মক্ষম, প্রগতিশীল চিন্তা-চেতনার ধারক ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সর্বশক্তি প্রয়োগ করতে চাই। এক্ষেত্রে যত বাধা বিপত্তি আসুক, আমরা তা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

ছাত্রলীগ কোনোভাবেই তার অতীত সুনাম, ঐতিহ্য গৌরবকে ক্ষুণ হতে দেবেনা, জোর গলায় দাবি করে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এদেশের প্রতিটি আন্দোলনে, সংগ্রামে, সামাজিক পরিবর্তনে গঠনমূলক, প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে যে সংগঠনটি, এদেশের মাটি ও মানুষকে নিয়ে যে সংগঠনের প্রতিটি কর্মী সবসময় চিন্তাভাবনা করে সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হয়তো মাঝেমধ্যে পরিস্থিতির শিকার হয়েছে। এই যেমন সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে। যা আমাদের কারো জন্যই কাঙ্খিত কিংবা প্রত্যাশিত ছিল না।

আমরা যথাসময়ে এই ব্যাপারটি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ তথা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহোদয়ের সঙ্গে কথা বলেছি। আমরা এর প্রতিকার চেয়েছি। এ ঘটনার জন্য দায়ী পুলিশ কর্মকর্তার শাস্তি চেয়ে দাবি পেশ করেছি। তারাও বিধি মোতাবেক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রতি দিয়েছেন।

আমরা এই ঘটনা নিয়ে কাউকে প্রতিপক্ষ বানিয়ে অরাজকতা, বিশৃঙ্খলা, সামাজিক অস্থিরতা সৃষ্টির প্রয়াস চালাইনি। বাংলাদেশ ছাত্রলীগ তার সুনাম, ঐতিহ্য, গৌরব রক্ষায় সদা সর্বদা এ ঘটনার মাধ্যমে প্রমাণ করেছি। যা সামাজিকভাবে সবার প্রশংসা অর্জন করেছে। সাম্প্রতিক যে ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত বিচক্ষণতার সাথে আমরা মোকাবেলা করেছি। অনেকেই নানা উস্কানি দিয়ে জলঘোলা করতে চেয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ বাহিনীর বিরুদ্ধে ছাত্র সমাজকে উস্কে দিতে অপচেষ্টা চালিয়েছে। এ ক্ষেত্রে কোনোরকম উস্কানির ফাঁদে পা না দিয়ে আমরা অপেক্ষা করছি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিভাগীয় তদন্ত রিপোর্ট এবং সে অনুযায়ী গৃহীত ব্যবস্থার জন্য।

বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় সহযোগী শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। আগামীতেও করবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমরা অবিচল, অটল রয়েছি আমাদের অনুসৃত নীতি ও আদর্শের প্রতি। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে অনন্য এক বিষ্ময়। উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির নানা সূচকে নতুন নতুন বিষ্ময় সৃষ্টি করছে।

বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলাকে বেগবান করতে বাংলাদেশ ছাত্রলীগ তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে শিক্ষার প্রসার, জ্ঞান চর্চার পথকে সুগম করাসহ সৃজনশীলতার চর্চা, গবেষণার মাধ্যমে যুগোপযোগী দক্ষ যোগ্য জনশক্তি গড়ে তুলতে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে বলে জানান বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক সামাজিক স্থিতিশীলতার বিকল্প নেই। বাংলাদেশ আওয়ামী লীগ গত পনেরো বছরের একটানা দেশ পরিচালনায় যে বিষ্ময়কর সাফল্য অর্জন করেছে তা অব্যাহত রাখতে ছাত্রলীগের নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ বয়সী ভোটারদের কাছে গিয়ে তাদেরকে যোগ্য প্রার্থীকে ভোটের জন্য বাছাই করার কথা বলবে।

এ প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি বলেন, নতুন প্রজন্মের ভোটাররা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য তাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে চাই আমরা। এ ছাড়া দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত শিক্ষার পরিবেশ সৃষ্টি ও তা বজায় রাখার ব্যাপারে গঠনমূলক ভ‚মিকা পালন করতে চাই। অতীতের মতো সন্ত্রাসীদের অভয়ারণ্যে যাতে পরিণত হতে না পারে দেশের কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ, স্কুল অথবা মাদ্রাসা আমরা সেদিকে সতর্ক দৃষ্টি রাখছি।

ট্যাগ: বাংলাদেশ ছাত্রলীগসাদ্দাম হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাইনাল মহারণ: ভারতকে বলে ঠেলে রান জমাতে সিদ্ধান্ত শ্রীলঙ্কার

পরবর্তী

পূজা চেরীর স্বপ্নের নায়ক জায়েদ খান!

পরবর্তী

পূজা চেরীর স্বপ্নের নায়ক জায়েদ খান!

শেখ হাসিনা ৪ লেন সড়কের দুর্নীতি তদন্তে মাঠে নেমেছে দুদক

সর্বশেষ

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোনে হুমকি

জানুয়ারি 26, 2026

পিএসএলের নিলাম ১১ ফেব্রুয়ারি, সর্বোচ্চ ভিত্তিমূল্য ৪ কোটির বেশি

জানুয়ারি 25, 2026

পাকিস্তানকে আইসিসির আল্টিমেটাম

জানুয়ারি 25, 2026

সাংবাদিকদের ঐক্যের অভাবেই অন্যায় আচরণের সুযোগ তৈরি হয়: শফিকুল আলম

জানুয়ারি 25, 2026

চাঁদাবাজদের প্রত্যাখ্যান করে ‘হ্যাঁ’ ভোট দিতে জামায়াত আমিরের আহ্বান

জানুয়ারি 25, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version