বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে ঘরের মাঠে শক্তিশালী লেবাননকে রুখে দিয়েছিল বাংলাদেশ। এবার অ্যাওয়ে ম্যাচে লেবাননের বিপক্ষে খেলতে হবে কাতারে। তার আগে কথা বলেছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা। লেবাননকে কৌশলগতভাবে এগিয়ে রাখছেন তিনি।
ক্যাবরেরার মতে, ‘লেবাননের বিপক্ষে এটা আমাদের তৃতীয় ম্যাচ হবে। আমরা তাদের সম্পর্কে ভালোভাবে জানি। তাদের কৌশল সম্পর্কে জানা আমাদের জন্য কিছুটা কঠিন হবে, কারণ তারা ইতিমধ্যে তিনজন কোচ পরিবর্তন করেছে।’
‘তারা এখন কিছুটা ভিন্ন ধরনে খেলবে। আমরা সাফে খেলে যেমনটা দেখেছিলাম, তারা কৌশলগতভাবে অনেক ভালো। সম্ভবত শারীরিকভাবেও আমাদের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। তবে আমাদের এখনও কিছু খেলোয়াড় রয়েছে যারা একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। সত্যি কথা বলতে, ম্যাচ অনুযায়ী খেলার পরিকল্পনা নির্ধারিত করব।’
মঙ্গলবার ১১ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় লাল-সবুজের দল লেবাননের মুখোমুখি হবে। মধ্যপ্রাচ্যের দেশটিতে রাজনৈতিক অস্থিরতা থাকায় নিরপেক্ষ ভেন্যুতে খেলা গড়াবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুদলের প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল।









