অস্ট্রেলিয়ায় ২০২৬ সালে হতে যাওয়া এএফসি এশিয়ান কাপের ড্র হয়ে গেছে। এ ড্র’তে সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের গ্রুপে লড়াই হবে কঠিন। তবে বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলার মনে করছেন, বাংলাদেশের পক্ষে যে কোনো কিছুই করা সম্ভব।
ড্র হওয়ার পর বাফুফের ভিডিও বার্তায় কথা বলেছেন ইংলিশ কোচ। তিনি বলেছেন, ‘আমি সবসময়ই এগিয়ে যাওযার বিষয়ে কথা বলি। আমার কাছে দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চাইনীজ তাইপের বিপক্ষে খেলার পর দারুণ পারফরম্যান্স দিয়েছিলাম। তখন থেকে দলকে পরিবর্তন করেছি, দলেও পরিবর্তন এসেছে, আরও ভালো হয়েছে দল।’
‘১২ মাস আগে, ৬ মাস বা ৩ মাস আগের থেকে আমরা এখন আরও ভালো দল। সুতরাং আমার মনে হয়েছে আমরা এখন একটি শিক্ষণীয় পর্যায়ে আছি। চীন বেশ কঠিন প্রতিপক্ষ হবে, উত্তর কোরিয়াও তেমন। তবে যে কোনো কিছুই সম্ভব। আমাদের যতটুকু সম্ভব তার সবটাই আমরা দিব। সবথেকে গুরুত্বপূর্ণ হল আমরা একটি প্রভাব রাখতে পেরেছি।’
নিজের পরিকল্পনা নিয়ে বাটলার বলেন, ‘আমার পরিকল্পনা হল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে একসাথে এগিয়ে যাওয়া। আমি কোনো সিদ্ধান্ত নেই না, আমি বাফুফেতে অনুরোধ করি অনুমোদন করার জন্য। আশা করছি আমরা কিছু অনুশীলন ম্যাচ খেলব, প্রীতি ম্যাচও থাকবে।’
‘আমার দলে কারা খেলবে সম্ভবত আমি জানি আমার সেই স্কোয়াড। তবে কিছু কৌশল প্রয়োগ হতে পারে, পরিবর্তন আসতে পারে। তারপর যদি কারও প্রয়োজন পড়ে তাহলে তাদের ডাকা হবে।’








