বিকেএসপিতে শুরু হয়েছে ওমেন্স চ্যালেঞ্জ কাপ-২০২৫ লিগভিত্তিক আসর। প্রথম ম্যাচে টিম গ্রিনকে হারিয়েছে টিম রেড। প্রথম ম্যাচে দারুণ ঝলকে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন জাতীয় দল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বিকেএসপির গ্রাউন্ড-৩তে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন টিম গ্রিন অধিনায়ক নাহিদা আক্তার। ৪৭.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে ১১২ রানে অলআউট হয় টিম গ্রিন। ৩২ রানে জয় পায় টিম রেড।
আগে ব্যাট করা টিম রেড অধিনায়ক জ্যোতি সর্বোচ্চ ৭৮ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ফাহিমা খাতুন। শারমিন সুলতানা ১৫ ও হাবিবা ইসলাম পিংকি করেন ১০ রান। আর কোন ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পারেননি। ৪ উইকেট নেন স্বর্ণা আক্তার, ২ উইকেট নেন নিশীতা আক্তার নিশীতা। একটি করে উইকেট নেন নাহিদা, রাবেয়া খান ও ফারজানা ইয়াসমিন।
ছোট রানের জয়ের লক্ষ্যে খুব একটা সুবিধা করতে পারেনি নাহিদা আক্তারের দল। সর্বোচ্চ ৩০ রান আসে ফারজানা হক পিংকির থেকে। অধিনায়ক নাহিদার থেকে আসে ২০ রান। আফিয়া অসিমা এরা ১৯ রান করলেও দলের হার এড়াতে পারেননি।
জাতীয় দলের পেসার মারুফা আক্তার নেন ৪ উইকেট। স্পিনার ফাহিমা খাতুনও নেন ৪ উইকেট। একটি উইকেট নেন ঋতু মণি।









