কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের উড়ার সময় পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও পাইলটের দক্ষতায় অল্পের জন্য রক্ষা পান বিমানের ৭৫ আরোহী।
আজ ১৬ মে শুক্রবার দুপুর ১টা ২১ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটের ড্যাশ ৮-৪০০ মডেলের এই উড়োজাহাজে শিশুসহ মোট ৭৫ জন আরোহী ছিলেন।
কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তুজা হাসান জানান, উড্ডয়নের সময় বিমানের পেছনের চারটি চাকার মধ্যে একটি খুলে নিচে পড়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ টের পায় এবং পাইলটকে অবহিত করা হয়।
পাইলট প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে নির্ধারিত সময়ের কিছু আগে, দুপুর ২টা ২১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করান। সকল যাত্রী অক্ষত অবস্থায় রক্ষা পান বলে নিশ্চিত করেন তিনি।
বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে জানিয়ে পরিচালক বলেন, ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। কারো গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাধারণত উড্ডয়নের আগে বিমানযাত্রা সংশ্লিষ্ট সব ধরনের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এমন ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় যাত্রী ও সংশ্লিষ্ট মহলে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তবে পাইলটের সাহসিকতা এবং তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে মনে করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।









