ফিফা উইন্ডোর দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে জয় তুলেছে বাংলাদেশ। প্রথমার্ধে ফরোয়ার্ড শেখ মোরসালিনের গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ম্যাচের অধিনায়ক তপু বর্মণ দেখছেন দলীয়ভাবে খেলার সুফল। দ্বিতীয় ম্যাচেও একই অনুসরণ করতে চান তারা।
শুক্রবার বাফুফের ভিডিও বার্তায় তপু বর্মণ জানিয়েছেন, ‘আমাদের যে লক্ষ্য ছিল এবং কোচের যে দর্শন ছিল, আমার কাছে মনে হয়েছে টিমওয়ার্কটা আমাদের খুব ভালো হয়েছে এবং সেটা ম্যাচে প্রয়োগ করতে পেরেছি। আমরা পরিশ্রম করেছি এবং যে বিষয়টি আমাদের উপকার দিয়েছে সেটা হল, এক সপ্তাহ আগে এসে ক্যাম্প করা।’
‘আমরা পরিবেশের সাথে মানিয়ে নিতে পেরেছি। আমাদের যে পরিকল্পনা ছিল সে অনুযায়ী খেলতে পেরেছি এবং সেটা আমরা ধরে রাখতে পেরেছি। গত ম্যাচে আমরা কোনো তাড়াহুড়া করিনি, সেটা আমাদের জয়ের ক্ষেত্রে ভালো প্রভাব রেখেছে।’
দ্বিতীয় ম্যাচ নিয়ে তপু বললেন, ‘আমাদের এখন জয় ছাড়া আর কোনো বিকল্প নেই। কারণ আমরা ইতিমধ্যে খাপ খাইয়ে নিয়েছি। প্রথম ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, সেটা আমরা অতিক্রম করে ফেলেছি। দলের প্রতিটি খেলোয়াড় কনফিডেন্ট আছে যেটা পরবর্তী ম্যাচের জন্য অনেক জরুরি। আমরা যদি একই পরিকল্পনা এবং শক্তি নিয়ে মাঠে নামি, দলের সদস্য হিসেবে আমরা বলতে পারি অবশ্যই জিততে পারব।’









