ভুটানের বিপক্ষে দুটি প্রীতিম্যাচের প্রথমটিতে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয়টিতে দারুণ লড়াই করছে দুদল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোলশূণ্য সমতায় শেষ হয়েছে প্রথমার্ধ।
রোববার ভুটানের থিম্পুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় লড়াই গড়ায়। সোহেল রানার নেতৃত্বে শুরুর একাদশে দুই পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। ফরোয়ার্ড রাকিব হোসেন চোটের কারণে ছিটকে গেছেন। তার জায়গায় সুযোগ পেয়েছেন শাহরিয়ার ইমন। আর ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের পরিবর্তে শুরুর একাদশে নামেন ইসা ফয়সাল।
প্রথমার্ধ জুড়ে বল দখলে দাপট বাংলাদেশেরই। তবে ভুটান রক্ষণভাগকে পরাস্ত করা সম্ভব হয়ে ওঠেনি। গোলের একাধিক সুযোগ তৈরি হলেও জাল ছোঁয়া হয়নি শেখ মোরসালিন ও শাহরিয়ার ইমনদের। বেশকিছু সহজ সুযোগও মিস হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।
রক্ষণভাগ সামলানোর পাশাপাশি বেশ কয়েক আক্রমণেও এসেছিল ভুটান। গোলের সুযোগও তৈরি হয়েছিল। গোলরক্ষক মিতুল মারমার দৃঢ়তায় বিপদে পড়তে হয়নি হাভিয়ের ক্যাবরেরা শিষ্যদের। পরে গোলের দেখা না পেয়েই প্রথমার্ধ শেষ করে দুদল।









