ভুটানের বিপক্ষে তাদের মাঠে দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে ১-০ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দ্বিতীয়টিতেও জয়ের ধারা অব্যাহত রেখে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করতে চায় লাল-সবুজের দল। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন তা।
রোববার সন্ধ্যা ৬টায় থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভুটান। তার আগের দিনে অনুশীলনে এসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভিডিও বার্তায় জানিয়েছেন আশার কথা।
‘সবাই আমাদের জন্য দোয়া করবেন, দলের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ আমরা ৩ পয়েন্ট পাব। ভুটান প্রথম ম্যাচে অনেক ভালো করেছে। ওদের তিন-চার জন খেলোয়াড় ছিল না, তবে মাঠে যারা খেলেছে, তারা অনেক ভালো পারফর্ম করেছে। ওরা খুব প্রেসার দিয়েছে দলের জন্য। আমরা যদি ক্লিনশিট ধরে রাখতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে।’
‘ইতোমধ্যেই আমরা বলেছি, ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, ৫০ শতাংশ এখনও বাকি আছে। আগামীকাল দলের জন্য এটা ফাইনাল। প্রথম ম্যাচ জিতেছি, আমরা আরও ৩ পয়েন্ট চাই। এটা বাংলাদেশ পেলে আমরা সবাই খুশি থাকব।’









