ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ স্ট্রাইকার রাকিব হোসেন। চোটের কারণে দ্বিতীয় ম্যাচে নামা হচ্ছে না তার। তবে বাংলাদেশ ফরোয়ার্ডকে নিয়ে স্বস্তির খবরই মিলেছে। রাকিব দ্রুতই মাঠে ফিরবেন বলে আশাবাদ জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুনের।
রোববার সন্ধ্যা ৬টায় থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভুটান। তার আগের দিনে অনুশীলনে এসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভিডিও বার্তায় আশার কথা জানিয়েছেন সহকারী কোচ।
‘প্রথম ম্যাচে খেলার একটা মুহূর্তে ওদের একজন খেলোয়াড়ের ট্যাকলে রাকিব অ্যাঙ্কেলে চোট পেয়েছে। গতকাল তার অ্যাঙ্কেলে এক্স-রে করানো হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, এ ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। তবে চোট এত ব্যাপক নয় যে, তাকে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে। আশা করি, খুব দ্রুতই সে দলে ফিরবে।’








