ভুটানে খুব বেশি ভালো না খেলেও জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ। শেখ মোরসালিনের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে হাভিয়ের ক্যাবরেরার দল। উচ্ছ্বসিত মোরসালিন স্বাগতিকদের বিপক্ষে পরের ম্যাচ নিয়েও বেশ আশাবাদী।
থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম ম্যাচে ভুটানকে ১-০তে হারিয়েছে বাংলাদেশ। রোববার একই টার্ফে দ্বিতীয়টিতে মুখোমুখি হবে দুদল। এশিয়ান কাপের বাছাইয়ে তৃতীয় রাউন্ড ও সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে ম্যাচগুলো খেলছে বাংলাদেশ।
১৯ বর্ষী ফরোয়ার্ড মোরসালিন বলেছেন, ‘ম্যাচে আমরা দারুণ খেলেছি। কোচ আমাদের যেভাবে পরামর্শ দিয়েছেন, আমরা সেটারই বাস্তবায়ন করার চেষ্টা করেছি। যে কারণে মনে হয় আমরা ম্যাচটি জিততে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া।’
‘প্রথম ম্যাচে আমরা ভালোভাবেই পার করেছি। এখন লক্ষ্য দ্বিতীয়টিও যেন ভালোভাবে শেষ করতে পারি। দ্বিতীয় ম্যাচের জন্য কোচের নতুন কোনো ছক থাকবে, সে অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, আশা করি ওটার ফলও ভালো হবে।’









