ভুটানের বিপক্ষে ৫ ও ৮ সেপ্টেম্বরের দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে সোমবার থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। ক্যাম্পে যোগ দিতে এসে বাংলাদেশ ফুটবলের নানা বিষয়ে কথা বলেন অধিনায়ক জামাল ভূইয়া। তার মতে, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার দেশের ফুটবলে উন্নতি হবে। ফুটবলকে তিনি দেখতে চান এক নম্বরে।
এবার ঘরোয়া ফুটবলের বাজারদর খুব বেশি ভালো না। ৫০-৭০ লাখ টাকা হাঁকানো ফুটবলারকে খেলতে হচ্ছে মাত্র কয়েক লাখ টাকায়। তবে দুর্দিন কেটে বাংলাদেশের ফুটবলে জোয়ার আসবে বলেই মনে জামাল।
জাতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘ফুটবল একটু নিচে চলে গেছে। আমি চাই ফুটবল সব সময় এগিয়ে থাকবে। এই দেশে ক্রিকেট আছে, আর্চারি, রানিং আছে, আমি চাই ফুটবল এক নম্বর থাকবে।’
ছাত্র আন্দোলনের সময় ইউরোপ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক বার্তা দিয়েছেন জামাল। সে প্রসঙ্গে তিনি বলেছেন, ‘যখন শুরু হয় তখন আমি জার্মানিতে ছিলাম। ইউরো চলছিল, আমি কাজ করছিলাম। আমার কাজিনরা দেশে (বাংলাদেশ) ছিল, বলছিল তুমি কিছু বলো। আমার কাজিনের বন্ধুও মারা গেছে। তাদের কাছে পুরো বিষয়টি শোনার পর আমি বলেছি।’
সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ। এই দলের বিপক্ষে খেলে বাংলাদেশের উন্নতি কতটুকু হবে? এ নিয়ে অধিনায়কের মন্তব্য, ‘বাংলাদেশ দল ভালো। ফেডারেশন ভূটানের সঙ্গে ঠিক করেছে খেলা। আমাদের সেই চ্যালেঞ্জ নিতে হবে। আমরা ছয় পয়েন্টই নিয়ে র্যাংকিং ভালো করতে চাই।’









