ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে ভুটানে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃহস্পতিবার। আগেরদিন ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা এবং অধিনায়ক জামাল ভূঁইয়া। দুই ম্যাচেই কঠিন লড়াই হবে, মনে করছেন অধিনায়ক জামাল।
জামালের মতে, ‘আশা করছি বেশ কঠিন ম্যাচ হবে, কারণ গত তিন মাসে আমরা কোনো ম্যাচ খেলিনি। আমরা ভুটানে ক্যাম্প করেছি, কিন্তু ভুটানের খেলোয়াড়রা যে পর্যায়ে আছে আমরা তেমন পর্যায়ে নেই। আশা করছি বেশ কঠিন ম্যাচ হবে এবং ভালো ম্যাচ হবে।’
‘হ্যাঁ, আমাদের খেলোয়াড়রা তৈরি আছে, তা না হলে এখানে আসতে পারত না। আমার মনে হয়েছে সবাই তৈরি আছে। অবশ্যই আমাদের আরও ম্যাচ ফিটনেস দরকার। আমরা ভালো ক্যাম্প করেছি, অনুশীলনও ভালো হয়েছে। সবমিলিয়ে আমরা ভুটানের মোকাবেলায় প্রস্তুত আছি।’
কোচ ক্যাবরেরা বললেন, ‘ভুটান এবং বাংলাদেশের খেলার ধরন প্রায় সমান। তবে ভুটানের ঘরের মাঠে রেকর্ড বেশ ভালো। আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে হংকংয়ের বিপক্ষে ভালো খেলেছিল তারা।’
‘শেষবার আমরা সাফ গেমসে ভুটানের বিপক্ষে খেলেছিলাম, যেখানে আমরা বেশ ভালো করেছিলাম। সত্যি কথা বলতে বেশ কঠিন ম্যাচ হতে চলেছে এবং উভয় দলেরই ভালো সুযোগ আছে।’
বৃহস্পতিবার ভুটানের বিপক্ষে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে বাংলাদেশ। খেলা ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে।









