মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ও ভুটানের খেলোয়াড়দের বেশ ঝামেলা পোহাতে হয়েছে। বৃষ্টিতে কাদাযুক্ত মাঠে প্রথম অংশ খেলার পর নতুন সিদ্ধান্ত, এরপর মাঠ বদল করে বাকি অংশ খেলতে হয়েছে। বাংলাদেশ বড় ব্যবধানে জিতে শিরোপার কাছাকাছি গেলেও এখনও জয়ের ক্ষুধা রয়েছে দলটির। এজন্য পরের ম্যাচেও ভালো খেলার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশের মেয়েরা।
তিন ম্যাচ জিতে অন্যদের চেয়ে বাংলাদেশের অবস্থা বেশ ভালো। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়ে পরের ম্যাচে নেপালকে ৩-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সবশেষ ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আফঈদা খন্দকারের দল।
ম্যাচ নিয়ে বাংলাদেশের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘গতকালের ম্যাচটা আমাদের একটু কঠিন ছিল। প্রথম হাফ এক মাঠে খেলা হওয়ার পর সেকেন্ড হাফ অন্য মাঠে হয়েছে। এর মধ্যে অনেক সময় আমরা বসেছিলাম, সেটা একটু কঠিন ছিল। তারপর আমরা মাঠে জিতে আসছি।’
‘আজকে আমরা রিকোভারি সেশন করছি। কোচ আমাদের সাথে বসবেন এবং কথা বলবেন। গত ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেগুলো ধরিয়ে দিবে। সামনের ম্যাচে আমরা কি কি করব সেগুলো দেখিয়ে দিবেন। সামনের ম্যাচের জন্য আমরা অনেকটাই প্রস্তুত। কারণ বৃষ্টির মধ্যেও আমরা খেলছি, মাঠ পরিবর্তন হলেও সেখানে আমরা ভালো খেলেছি। সামনের ম্যাচ ইনশাআল্লাহ আরও ভালো খেলব।’
বাংলাদেশের পরের ম্যাচ ১৭ জুলাই ভুটানের বিপক্ষে। ১৯ জুলাই আবার লঙ্কানদের মুখোমুখি হবেন স্বপ্না-সাগরিকারা। ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ।
পাঁচটি দেশ টুর্নামেন্টে অংশ নেয়ার কথা থাকলেও শেষপর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান- এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। চার দল রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে কাঙ্ক্ষিত ট্রফি।









