এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলার জন্য অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের ফুটবলাররা। তার আগে প্রস্তুতি হিসেবে নেপালের বিপক্ষেও খেলতে হবে ফিফা প্রীতি ম্যাচ। যা সামনে রেখে দেশে আসছেন হামজা দেওয়ান চৌধুরী। হামজার পর আসবেন আরেক তারকা সামিত সোম।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব শুক্রবার হামজা চৌধুরীর দেশে আসা নিয়ে বললেন, ‘১০ নভেম্বর হামজা বাংলাদেশে আসবেন। সামিত সোম একদিন পর ১১ তারিখ বা কাছাকাছি সময়ে আসবেন। শুক্রবার বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা বাংলাদেশ দলের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন।’
নেপালের বিপক্ষে হামজার খেলা নিয়ে কোচ হাভিয়ের ক্যাবরেরা বলেছিলেন, ‘যদি সবকিছু ঠিকঠাক চলে এবং সুস্থ থাকে তাহলে নেপালের বিপক্ষে খেলবেন হামজা। সামিত সোম সম্ভবত একটু দেরিতে আসছেন। আমরা চেষ্টা করব যাতে নেপাল ম্যাচে অন্তত কিছু মিনিট খেলার সুযোগ পান।’
আবাসিক ক্যাম্পে এদিন যোগ দিয়েছেন ১০ খেলোয়াড়। কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে যাওয়াদের মধ্যে ছিলেন তপু বর্মণ, মোহাম্মদ রিদয়, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, শাহরিয়ার ইমন, মেহেদী হাসান শ্রাবণ।
নেপালের বিপক্ষে ১৩ নভেম্বরের পর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ। সবশেষ অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে আসরের শেষ ম্যাচটি খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের বিপক্ষে খেলে আন্তর্জাতিক সূচিকে এবছরের জন্য বিদায় বলবে জামাল ভূঁইয়ার দল।









