ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল বাছাই খেলে দেশে ফিরেছে বাংলাদেশ। সোমবার দুপুরে ঢাকায় পৌঁছায় গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। গ্রুপ রানার্সআপ হয়ে এশিয়ান কাপে মূলপর্বে জায়গা করতে পারেনি দলটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যুবাদের বিমানবন্দরে স্বাগত জানায়।
চীনে বসেছিল এশিয়ান কাপের বাছাই, পাঁচ ম্যাচ খেলেছে নাজমুর হুদা ফয়সালের দল। প্রথম চারটি জিতে ১২ পয়েন্ট নিয়ে আসরে দারুণ প্রতিযোগিতা করেছে। শেষ ম্যাচে স্বাগতিক চীনের কাছে হেরে গ্রুপ রানার্সআপে সন্তুষ্ট থাকতে হয়।
বাছাইয়ে বাংলাদেশ প্রতিপক্ষ জালে দিয়েছে ২০ গোল, হজম করেছে ৫টি। মো. মানিক করেছেন ৫ গোল। ৪ গোল করেছেন বায়েজিদ বোস্তামি, ৪টি করে গোল করেছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও রিফাত কাজী।
চীন, বাহরাইন, ব্রুনাই, পূর্ব তিমুর এবং শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। বাহরাইন, ব্রুনাই, পূর্ব তিমুর এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ফিরল।
পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারিয়ে বাছাইয়ে যাত্রা করেছিল বাংলাদেশ। জোড়া গোল করেছিলেন মানিক। বাকি তিন গোল ছিল রিফাত কাজী, বায়েজিত বোস্তামি ও আকাশ আহমেদের। দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে আরও বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ, ৮-০ ছিল। জোড়া গোল করেছিলেন অপু রহমান ও রিফাত কাজি। একবার করে প্রতিপক্ষ জালে বল পাঠিয়েছিলেন নাজমুল হুদা ফয়সাল, মানিক, আরিফ এবং বায়েজিত বোস্তামি।
তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে দেন লাল-সবুজের যুবারা। দুটি গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। একটি করে গোল এনে দেন ইকরামুল ইসলাম, মানিক, বায়েজিদ বোস্তামি। চতুর্থ ম্যাচে শক্তিশালী বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে চারে চার করেছিল বাংলাদেশ। দুটি গোলের একটি করেছিলেন বায়েজিদ বোস্তামি ও অন্যটি মো. মানিক।









