এএফসি এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ১৮ নভেম্বর ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। আপাতত সেই ম্যাচ বাতিল করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এ তথ্য জানানো হয়েছে।
নতুন প্রতিপক্ষ হিসেবে নেপাল জাতীয় ফুটবল দলের বিপক্ষে ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ঢাকার কোন মাঠে ম্যাচটি আয়োজন করা হবে সেই তথ্য জানায়নি ফেডারেশনটি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এএফসি এশিয়ান কাপ (সৌদি আরব)২০২৭ এর বাছাইপর্বের নভেম্বর ফিফা উইন্ডোর ম্যাচটি হোম ভেন্যু হিসেবে বাংলাদেশে আয়োজনে আগ্রহ প্রকাশ করেছিল আফগানিস্তান জাতীয় ফুটবল দল। নির্ধারিত সূচি অনুযায়ী, ১৮ নভেম্বর ২০২৫ তারিখে আফগানিস্তান ও মিয়ানমার জাতীয় ফুটবল দলের মধ্যকার ম্যাচটি বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি আপাতত স্থগিত করা হয়েছে।’
‘এছাড়া, পূর্ব নির্ধারিত বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিও বাতিল করা হয়েছে।’
‘নতুন প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মুখোমুখি হবে নেপাল জাতীয় ফুটবল দলের বিপক্ষে। আসন্ন ১৩ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচটি ঢাকায় আয়োজন করা হবে।’









