মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর নেতিবাচক শিরোনামে উঠে এসেছে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নাম। সেটি অবশ্য তার কারণে নয়, টাইগ্রেস সাবেক এক ক্রিকেটারের সাক্ষাৎকার সূত্র ধরে আলোচনা চাউর হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো উড়িয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুললেন জ্যোতিও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার জ্যোতি লিখেছেন, ‘কিছু বলছি না তার মানে এই না বলতে পারি না, কিছু বলার নাই এমন। দলটা আমাদের সবার, এই দল যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এতো নেগেটিভ statement, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে।’
‘আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা একসময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন।’
‘যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্ম এ থাকেন, অন্য একটা option তার পরিবর্তে আসে তখনি সেই দলটার প্রতিটা জিনিস খারাপ হয়ে পড়ে, সেখানকার মানুষ, পরিবেশ সব কিছু। শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি। গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনাতে আসলেও সেটা কার্যকরী হবে না আশা করি।’
বাংলাদেশ অধিনায়ক জ্যোতিকে নিয়ে একটি সংবাদমাধ্যমে আসা এক নারী ক্রিকেটারের অভিযোগ ঠাসা সাক্ষাৎকার নজরে এসেছে ক্রিকেট বোর্ডেরও। বিসিবি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। বলেছে, ‘অভিযোগগুলো ভিত্তিহীন, মনগড়া ও অসত্য।’









