বিসিসিআইয়ের চাপে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টাইগার পেসারকে আইপিএল খেলতে না দেয়ার ইস্যুতে বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্কে অস্থিরতা বেড়েছে। ঘটনার জেরে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল।
রোববার দুপুরে সিলেটে বিসিবির জরুরি সভায় ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে উপনীত হয়েছে বোর্ড। ভারতে খেলতে যাবে না জানিয়ে আইসিসিকেও মেইল করেছে বিসিবি। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমুল আবেদিন বলেছেন, ‘কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবো।’
আইপিএল নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা। পরে দেশটির কিছু কট্টরপন্থী সংগঠন ও কয়েকজন রাজনৈতিক নেতা তাকে বাদ দিতে দাবি তোলে। শনিবার টাইগার পেসারকে বাদ দেয়ার জন্য কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। কলকাতা দ্রুতই ফিজকে ছেড়ে দেয়ার কথাও জানায়।
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার কারণ হিসেবে উঠে আসে নিরাপত্তা ইস্যু। টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিও সামনে আসে। গ্রুপপর্বে বাংলাদেশের চার ম্যাচের ৩টি কলকাতায়, একটি মুম্বাইতে।
নিরাপত্তাজনিত প্রশ্নে বিসিবি শনিবার জানিয়েছিল, ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করাই বোর্ডর প্রথম অগ্রাধিকার।
শনিবার রাতে বিষয়টি নিয়ে জরুরি সভা করে বিসিবি। প্রথমদিকে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার পক্ষে মত ছিল বলে খবর আগে। ওই সভায় সিদ্ধান্ত নেয়া হয়, নিরাপত্তা নিশ্চিতকরণে আইসিসিকে মেইল করবে বিসিবি।
তবে শনিবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে জানান, ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে নিতে বিসিবি যেন আইসিসিকে অনুরোধ করে, সেজন্য বিসিবিকে নির্দেশনা দিয়েছেন তিনি।
এরপর রোববার দুপুরে পুনরায় সভায় বসে বিসিবি। সেখানে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।









