অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে চ্যালেঞ্জ ট্রফি জিতেছে বাংলাদেশ। টানটান উত্তেজনার ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলেছে যুবারা। স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়াকে ৫-৪ গোল ব্যবধানে হারিয়েছে মেহেরাব হাসান সামিনের দল। জয়ে টুর্নামেন্টে ১৭তম স্থান অর্জন করল সিগফ্রিড আইকম্যানের শিষ্যরা। আসরে ছয় ম্যাচে পঞ্চম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন আমিরুল ইসলাম। মোট ১৮ গোল করলেন আমিরুল, যা এ বিশ্বকাপে সর্বোচ্চ।
ভারতে মেয়র রাধাকৃষ্ণ হকি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেন আমিরুল ইসলাম এবং একটি করে গোল করেন হুজাইফা হোসেন এবং রাকিবুল হাসান। অস্ট্রিয়ার হয়ে একটি করে গোল করেন আন্দোর লোসোনসি, বেঞ্জামিন কেননার, জুলিয়ান কাইসের এবং ম্যাটিউস নিউকোয়াক।
প্রথম কোয়ার্টারে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ, দলকে লিড এনে দেন আমিরুল।
দ্বিতীয় কোয়ার্টারে ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন হোজিফা। ২-০তে এগিয়ে থেকে কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে শুরুর ৫ মিনিটের মধ্যেই স্কোরবোর্ডে তৃতীয় গোল যোগ করেন রাকিবুল। কোয়ার্টারে শেষ হওয়ার এক মিনিটে আগে ব্যবধান কমান লোসোনসি। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় যুবারা।
শেষ কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করে অস্ট্রিয়া। শেষে এসে আক্রমণাত্মক খেলেন তারা। শেষ ১০ মিনিটে ৫ গোল আসে দুই দল থেকে। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আমিরুল। ৫১ মিনিটে অস্ট্রিয়ার দ্বিতীয় গোলটি করেন বেঞ্জামিন। ৫২ মিনিটে আবার প্রতিপক্ষের জালে বল জড়ান আমিরুল। পূর্ণ করেন আসরে নিজের পঞ্চম হ্যাটট্রিক। বাংলাদেশ এগিয়ে যায় ৫-২ ব্যবধানে। শেষের দিকে বাংলাদেশকে চেপে ধরে ইউরোপের দেশটি। ৫৬ মিনিটে গোল করেন কাইসের। ম্যাচে শেষ বাঁশি বাজার আগে অস্ট্রিয়ার চতুর্থ গোলটি করেন নিউকোয়াক।
ম্যাচ শেষে কোচ আইকম্যানকে ঘিরে উদযাপন করেন আমিরুল-রাকিবুল-সামিনরা।









