বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা চতুর্থ আসরে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমির লড়াইয়ে প্রথমে দুর্দান্ত এক রেইডে দলকে চার পয়েন্ট এনে দেন বাংলাদেশের অধিনায়ক আরুদুজ্জামান মুন্সি। ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এ তারকা। ম্যাচ পরবর্তী সময়ে সাংবাদিকদের জানিয়েছেন, কাল শিরোপা জয়ের পর আন্তর্জাতিক কাবাডি থেকে অবসরে যাবেন।
ম্যাচ জেতার প্রতিক্রিয়ায় মুন্সি জানান, ‘থাইল্যান্ডকে আমরা শক্ত প্রতিপক্ষ মনে করেছিলাম। যেহেতু নকআউটের ম্যাচ, হেরে গেলেই বাদ। তবে আমরা এত ভালো খেলব সেই ধারণা ছিল না। ২০১৪ সালে এশিয়ান গেমসে আমরা থাইল্যান্ডের কাছে হেরেছিলাম। আমি ওই দলের সদস্য ছিলাম। শুরু থেকেই ম্যাচ আমাদের হাতে ছিল। আমাদের সবাই ভালো খেলার কারণে সহজেই জিততে পেরেছি।’
‘আমাদের মাঠ, দর্শক আমাদের। আমি যখন রেইডে যাই, দর্শকরা যখন হইহুল্লোড় করে তখন স্বাভাবিকভাবেই আমার ভেতরের স্পৃহা বেড়ে যায়। এটাই আসলে এত ভালো খেলার মোটিভেশন।’
অবসর নিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘দেখেন, আমার অনেক ইনজুরি রয়েছে, সারা শরীরে ট্যাপিং করা। আমার দুইটি কাঁধ, দুই হাটু, দুই পায়ের পাতায় সমস্যা, হাতের ১০ আঙ্গুল ভাঙ্গা। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে যাচ্ছি। আমি আসলে আর পারছি না। দুই একটা ম্যাচ খেললে তিন-চার দিন বিশ্রামের প্রয়োজন। টুর্নামেন্টে সেই বিশ্রামের সুযোগ হয় না। এজন্য এই আন্তর্জাতিক আসর খেলে অবসরে যাচ্ছি।’
শিরোপা জিতে অবসরে যেতে চান কি না এমন প্রশ্নে, ‘আসলে প্রত্যাশা তো সবারই থাকে। আমিও তার ব্যতিক্রম না। অবশ্যই আমি চাইব, আমার নেতৃত্বে বাংলাদেশ যেন শিরোপা ঘরে তুলতে পারে। আমার জন্যই বিষয়টি স্মরণীয় হয়ে থাকবে, যেহেতু এটা আমার শেষ টুর্নামেন্ট।’
সোমবার বিকাল ৪টায় ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে হিমালয় কন্যা নেপালকে। দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে কেনিয়াকে হারিয়ে ফাইনালে উঠে দলটি। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সরাসরি খেলা দেখা যাবে টি-স্পোর্টসে।









