মোশাররফ হোসেন: কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস (বিএমসি) বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) কুয়েত সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষার সিনিয়র অফিসাররা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেন। অনুষ্ঠানের দর্শকদের মধ্যে ছিলেন বিভিন্ন দেশসহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং কুয়েতে বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে কমান্ডার বিএমসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদীন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি স্বাগত বক্তব্য রাখেন।
কুয়েতে বিএমসির গৌরবময় অতীত ইতিহাস এবং কুয়েতে বাংলাদেশি সৈন্যদের অবদানের কথা স্মরণ করেন।
এরপর ব্রিগেডিয়ার জেনারেল ফালেহ আল হাজেরিয়া তার বক্তব্যে, ১৯৯১ সাল থেকে বাংলাদেশি সেনাদের নিষ্ঠা, সাহসিকতা এবং সেবার প্রশংসা করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বন্ধুত্বের গৌরবময় ইতিহাসের উপর জোর দিয়ে দিবসটির গুরুত্ব তুলে ধরেন। কুয়েতে বাংলাদেশ সামরিক কন্টিনজেন্ট প্রদর্শন করা হয়।









