শারজায় প্রথম টি-টুয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়ে ১-০তে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয়টিতে সিরিজ জয়ের লক্ষ্যে নেমে ব্যাট হাতে দারুণ করেছে টিম টাইগার্স। তানজিদ তামিমের ঝড়ো ফিফটি এবং লিটন দাস ও তাওহীদ হৃদয়ের অনবদ্য ইনিংসে আরব আমিরাতকে ২০৬ রানের চ্যালেঞ্জ জানিয়েছে বাংলাদেশ।
শারজায় টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ২০৫ রানের সংগ্রহ গড়েছে লিটন দাসের দল।
বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। উদ্বোধনীতে ৯০ রান তোলেন দুজনে। ৯.১ ওভারে তানজিদ ফিরে গেলে জুটি ভাঙে। ৮টি চার ও ৩টি ছক্কায় ৩৩ বলে ৫৯ রান করেন টাইগার ওপেনার। নাজমুল হোসেন শান্তকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে আরও ৪৫ রান যোগ করেন লিটন দাস।
১২.৩ ওভারে লিটন ফিরে গেলে জুটি ভাঙে। টাইগার অধিনায়ক ৩টি চার ও এক ছক্কায় ৩২ বলে ৪০ রান করেন। তৃতীয় উইকেটে শান্ত ও তাওহীদ হৃদয় মিলে যোগ করেন ৩৮ রান। দুটি চার ও এক ছক্কায় ১৯ বলে ২৭ রান করে শান্ত ফিরে যান।
১৬৩ রানে তৃতীয় উইকেট হারানোর পর হৃদয় ও জাকের আলি জুটি যোগ করেন ৩৪ রান। ১৮.৪ ওভারে জাকের ফিরে যান দলীয় ১৯৭ রানে। একটি চার ও দুই ছক্কায় ৬ বলে ১৮ রান করেন জাকের। ১৯.১ ওভারে দলীয় ২০১ রানে হৃদয়ের উইকেট হারায় বাংলাদেশ। তিনটি চার ও দুই ছক্কায় ২৪ বলে ৪৫ রান করেন তিনি।
পরে শামীম পাটোয়ারী ও রিশাদ মিলে যোগ করেন আর ৪ রান। শামীম ৬ রানে এবং রিশাদ ২ রানে অপরাজিত থাকেন।
আমিরাতের হয়ে মোহাম্মদ জাওয়াদউল্লাহ তিন উইকেট নেন। সঘির খান নেন দুই উইকেট।









