ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। দ্বীপদেশটিকে ৫-০ গোলে হারিয়েছে লাল-সবুজের যুবারা। দুটি গোল করেছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। একটি করে গোল এনেছেন ইকরামুল ইসলাম, মানিক, বায়েজিদ বোস্তামি। জয়ে ‘এ’ গ্রুপে চীনকে সরিয়ে শীর্ষে উঠেছে নাজমুল হুদা ফয়সালের দল।
চীনের টংলিয়াংলং স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর দিকেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। ২৪ মিনিটে প্রথম গোলে লিড এনে দেন ইকরামুল ইসলাম। পাঁচ মিনিট পর গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা ব্যবধান বাড়ায়। ম্যাচের ২৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন প্রথম দুই ম্যাচেও গোল পাওয়া মো. মানিক। ২-০তে এগিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
বিরতির পর আরও তিন গোল পায় বাংলাদেশ। ৬৪ মিনিটে তৃতীয় গোলটি করেন ফয়সাল। নির্ধারিত ৯০ মিনিটের শেষমুহূর্তে একটি গোল বাড়ান বায়েজিদ বোস্তামী, ৪-০ হয়।
এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে শ্রীলঙ্কার কফিনে আরও একটি পেরেক ঠোকেন অধিনায়ক ফয়সাল, তার দ্বিতীয় গোলে ৫-০ করে বাংলাদেশ। প্রথমার্ধের ২ গোল এবং দ্বিতীয়ার্ধের ৩ গোলে ৫-০তে জয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা। ৩ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে টাইগার যুবারা, ২ ম্যাচে দুই জয়ে দুইয়ে স্বাগতিক চীন।
গত শনিবার পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারিয়ে বাছাইয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। জোড়া গোল করেছিলেন মানিক। বাকি তিন গোল ছিল রিফাত কাজী, বায়েজিত বোস্তামি ও আকাশ আহমেদের।
দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে আরও বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ, ৮-০ ছিল। জোড়া গোল করেছিলেন অপু রহমান ও রিফাত কাজি। একবার করে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিলেন নাজমুল হুদা ফয়সাল, মানিক, আরিফ এবং বায়েজিত বোস্তামি।









