রাশিয়ার ‘বন্ধু ও নিরপেক্ষ’ দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশসহ ৩০টির বেশি দেশের নাম প্রকাশ করেছে রাশিয়া। ওই তালিকায় থাকা দেশগুলোর ব্যাংক ও ব্রোকার হাউসগুলো রুবলে লেনদেন করতে পারবে।
ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস শনিবার (২৩ আগস্ট) ফেসবুকে বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়েছে।
রাশিয়ার বন্ধু ও নিরপেক্ষ দেশের তালিকায় যেসব দেশ স্থান পেয়েছে, সেগুলো হলো- আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, বাংলাদেশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আলজেরিয়া, বাহরাইন, ব্রাজিল, চীন, কিউবা, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কাতার, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা ও ভিয়েতনাম।
এর আগে পাঁচটি দেশ ও অঞ্চলকে খসড়া তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া। এসব হলো আর্জেন্টিনা, হংকং, ইসরায়েল, মেক্সিকো ও মলদোভা।
ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার অর্থনীতিও চাপে রয়েছে, দুর্বল হয়েছে দেশটির মুদ্রা রুবল। এই অবস্থা থেকে মুক্তি পেতে আন্ত:দেশীয় মুদ্রায় লেনদেনের দিকে জোর দিচ্ছে রাশিয়া।
বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ৯০ শতাংশের বেশি হয় মার্কিন ডলারে। এছাড়া সীমিত আকারে ইউরো, পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলার, চীনা মুদ্রা ইউয়ান ও কানাডিয়ান ডলারে কিছু লেনদেন হয়। সম্প্রতি ভারতের সঙ্গে বিশেষ ব্যবস্থায় টাকা-রুপিতে বাণিজ্য শুরু হয়েছে। এধারায় সরকারের অনুমতি সাপেক্ষে রাশিয়ান রুবলে লেনদেন হতে পারে।







