পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, জাপানের অবকাঠামো প্রকল্পগুলো বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বন্ধুপ্রতিম দু’দেশের জনগণের ভাগ্য উন্নয়নে বাংলাদেশ ও জাপান সম্মিলিতভাবে কাজ করবে বলেও জানান তিনি।
শনিবার ২৬ আগস্ট রাজধানীর জাপান দূতাবাসে জাপান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্যান-এশিয়া রিসার্চ ইনস্টিটিউট (পারি) আয়োজিত ‘জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্ব বাস্তবায়ন: কূটনৈতিক, অর্থনৈতিক ও জনগণের মধ্যে সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্যান-এশিয়া রিসার্চ ইনস্টিটিউট’র (পারি) আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। সম্মানিত অতিথিবিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
প্রতিমন্ত্রী মাতারবাড়ী প্রকল্পে জাপানি বিনিয়োগ এবং সেদেশের কোম্পানির উপস্থিতির প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনগুলো ধরে রাখতে জাপানের মত বন্ধুরাই আমাদের সাহায্য করতে পারে। প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রদূত কিমিনোরি বলেন, জাপান ও বাংলাদেশের সম্পর্কের বৈশিষ্ট্য হলো এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে অভিন্ন অঙ্গীকার। তিনি বলেন, আগামী দিনে জাপান ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ ও সার্বিক সম্পর্ক আরও উন্নত হবে। ‘পারি’ ও অনুরূপ গবেষণা প্রতিষ্ঠান জাপান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করতে পারে জানান তিনি।







