আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারের পর দ্বিতীয় ম্যাচে আফগাদের ১৯০ রানে আটকে দেয় টাইগার বোলাররা। তবে ব্যাটিং ব্যর্থতায় আফগান চ্যালেঞ্জ টপকাতে পারেনি বাংলাদেশ। ৮১ রানে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। ম্যাচের খুঁটিনাটি জেনে নিন একনজরে…
[vc_row][vc_column]
২৩.৫৫
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২৩.৫৪
৮১ রানে জয়ী আফগানিস্তান
সংক্ষিপ্ত স্কোর
টস: আফগানিস্তান (ব্যাটিং)
আফগানিস্তান-১৯০/১০ (৪৪.৫)
ইব্রাহিম জাদরান-৯৫ (১৪০), মোহাম্মদ নবি-২২ (৩০), আল্লা মোহাম্মদ গজনাফর-২২ (১৮)
মিরাজ-৩/৪২, তানজিম-২/৩৭, রিশাদ-২/৩৭
বাংলাদেশ- ১০৯/১০ (২৮.৩)
হৃদয়-২৪ (৩৪), সাইফ-২২ (২৩), জাকের-১৮ (৪৩), সোহান-১৫ (২০)
রশিদ খান-৫/১৭, ওমরজাই-৩/২৭
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২৩.৫৩
রিশাদ আউট, সিরিজ আফগানদের
রিশাদ হোসেনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন রশিদ খান। ৮১ রানে জয় তুলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল আফগানিস্তান। ওয়ানডেতে টানা চতুর্থ সিরিজ হারল।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২৩.৪৪
রশিদের চতুর্থ শিকার তানভীর
তানভীর ইসলামকে এলবিডব্লিউ করে চতুর্থ উইকেট তুলে নিলেন রশিদ খান। ১০০ রানে নবম উইকেট হারাল বাংলাদেশ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তানভীর। খালি হাতে ফিরেছেন
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২৩.৩২
জাকের ফিরলেন, বাংলাদেশ-৯৯/৮
উইকেট বিলিয়ে দিলেন জাকের। খারোতের বলে রশিদ খানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন। ৪৩ বলে ১৮ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২৩.২৬
তানজিমও ফিরলেন, বাংলাদেশ ৯৯/৭
আগের বলেই সোহান বোল্ড হয়েছেন। পরের বলে এসেই এলবিডব্লিউ হয়ে ফিরলেন তানজিম।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২৩.২৩
সোহান বোল্ড, বাংলাদেশ ৯৯/৬
২২.৩ ওভার শেষে ৯৯ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ। রশিদ খানের বলে বোল্ড হয়ে ফিরেছেন ২০ বলে ১৫ রান করে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২৩.০৫
হৃদয়কে ফেরালেন রশিদ খান, বাংলাদেশ-৭৯/৫
১৬.২ ওভারে ৭৯ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। হৃদয়কে বোল্ড করলেন আফগান স্পিনার। ৪ চারে ৩৪ বলে ২৪ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২২.৩৭
মিরাজ ফিরলেন, ৫০ রানে ৪ উইকেট নেই
ওমরজাইয়ের তৃতীয় শিকার হলেন মেহেদী হাসান মিরাজ। রিভিউ নিয়ে লাভ হয়নি, এলবিডব্লিউ হয়ে ফিরেছেন। ৭ বলে ৪ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২২.৩৫
১০ ওভার শেষে বাংলাদেশের ৩ উইকেটে ৪৮ রান
মিরাজ ৪ রানে ও হৃদয় ১০ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২২.২২
সাইফও ফিরলেন, ৪০ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের
ওমরজাইয়ের বলে আপারকাট করতে গিয়ে থার্ড ম্যানে বশির আহমেদের ক্যাচ দিয়েছেন সাইফ হাসান। ২৩ বলে ২২ রান করেন সাইফ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২২.১২
রানআউট শান্ত
২৫ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। ওমরজাইয়ের করা পঞ্চম ওভারের পঞ্চম বলে ২ রান নিতে গিয়ে রানআউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ইব্রাহিম জাদরানের থ্রো ধরে উইকেট ভেঙেছেন উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ। ৯ বলে ৭ রান করে শান্ত।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২১.৪৮
তানজিদ ফিরলেন খালি হাতে
ইনিংসের পঞ্চম বলে রানের খাতা খোলার আগেই আউট তানজিদ তামিম। ওমরজাইয়ের বলে ক্যাচ দিয়েছেন বশির আহমেদের হাতে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২১.১৭
সংক্ষিপ্ত স্কোর
টস: আফগানিস্তান (ব্যাটিং)
আফগানিস্তান-১৯০/১০ (৪৪.৫)
ইব্রাহিম জাদরান-৯৫ (১৪০), মোহাম্মদ নবি-২২ (৩০), আল্লা মোহাম্মদ গজনাফর-২২ (১৮)
মিরাজ-৩/৪২, তানজিম-২/৩৭, রিশাদ-২/৩৭
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২১.১৬
হুইল চেয়ারে মাঠ ছাড়লেন রহমত, আফগানিস্তান থামল ১৯০ রানে
চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রহমত শাহ। নবম উইকেট পতনের পর ফের মাঠে নামেন। তবে ব্যাট করতে পারেননি। এবার হুইল চেয়ার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে। আফগানদের ইনিংস থেমেছে ১৯০ রানে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২১.১২
গজনাফরকে ফেরালেন রিশাদ
১৯০ রানে ৯ম উইকেট হারাল আফগানিস্তান। রিশাদের বলে সাইফের ক্যাচ হন গজনাফর। ১৮ বলে ২২ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২১.০৭
জাদরানকে ফিরালেন মিরাজ
৪৩.২ ওভারে মিরাজের বলে রিশাদ হোসেনের দুর্দান্ত ক্যাচে ফিরেছেন ইব্রাহিম জাদরান। ৩ চার ও ১ ছক্কায় ১৪০ বলে ৯৫ রান করেন জাদরান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২০.৪৫
রশিদ খানকে ফেরালেন মিরাজ
৩৮তম ওভারের শেষ বলে রশিদ খানকে তানভীরের ক্যাচ বানিয়ে ফেরালেন রশিদ খান। ২ বলে ১ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২০.৪০
খারোতে ফিরলেন রানআউট হয়ে
তানজিদ তামিমের ডিরেক্ট হিটে রানআউট হয়ে ফিরেছেন নাঙ্গেয়ালিয়া খারোতে। ২৪ বলে ১৩ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২০.০৬
নবিকে ফেরালেন তানজিম
৩৯ রানের জুটি ভাঙলেন তানজিম সাকিব। মিরাজের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন মোহাম্মদ নবিকে। ৩০ বলে ২২ রান করেন নবি। ১১৮ রানে ৫ উইকেট হারাল আফগানিস্তান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৯.৫৬
আম্পায়ার্স কলে বাঁচলেন জাদরান
২৬.৫ ওভারে রিশাদের বলে পরাস্ত হয়েছিলেন জাদরান। বাংলাদেশের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিলে দেখা যায় লেগস্টাম্প স্পর্শ করতো বল। আম্পায়ার্স কলে বাঁচলেন জাদরান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৯.৪৭
আফগানদের ১০০
২৫.২ ওভারে শতরানে পৌঁছেছে আফগানিস্তান। জাদরান ৫৮ রানে এবং নবি ৯ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৯.৩৭
জাদরানের ফিফটি
ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে ফিফটির দেখা পেয়েছেন ইব্রাহিম জাদরান। ৭০ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ২টি চার ও ১ ছক্কার মার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৯.২৩
ওমরজাইকে ফেরালেন রিশাদ
১৮.৪ ওভারে চতুর্থ সাফল্য পেল বাংলাদেশ। তামিমের ক্যাচ বানিয়ে রানের খাতা খোলার আগেই আজমতউল্লাহ ওমজাইকে ফেরালেন রিশাদ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৯.২০
হাশমতউল্লাহকে বোল্ড করলেন মিরাজ
১৭.৫ ওভারে ৭৮ রানে তৃতীয় উইকেট হারাল আফগানিস্তান। মিরাজের বলে বোল্ড হয়েছেন হাশমতউল্লাহ শাহিদী। ১২ বলে ৪ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৯.০৪
চোট পেয়ে মাঠ ছাড়লেন রহমত শাহ
পায়ে চোট পেয়েছেন রহমত। পিজিও এসে মাঠেই ট্রিটমেন্ট দেন। তবে লাভ হয়নি। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। ৯ রানে মাঠ ছাড়লেন তিনি। নতুন ব্যাটার এসেছেন হাশমতউল্লাহ শাহিদী।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৮.৪৫
১০ ওভার শেষে আফগানিস্তানের ৪৩/২
ইব্রাহিম জাদরান ১৯ রান এবং রহমত শাহে ৪ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৮.৩৮
অটলকে ফেরালেন তানভীর
নবম ওভারে ৩৮ রানে দ্বিতীয় সাফল্য পেল বাংলাদেশ। তানজিম সাকিবের ক্যাচ বানিয়ে সেদিকউল্লাহ অটলকে ফেরালেন তানভীর। ৩ বলে ৯ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৮.২৪
গুরবাজকে ফেরালেন তানজিম
৪.৫ ওভারে আফগানদের উদ্বোধনী জুটি ভাঙলেন তানজিম সাকিব। জাকের আলি অনিকের ক্যাচ বানিয়ে ফেরালেন রহমানুল্লাহ গুরবাজকে। ১১ বলে ১১ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৭.৩৬
কোনো পরিবর্তন ছাড়াই নামছে আফগানিস্তান
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, আল্লা মোহাম্মদ গজনাফর ও বশির আহমেদ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৭.৩৪
একাদশে দুই পরিবর্তন
বাদ পড়েছেন তাসকিন ও হাসান মাহমুদ। ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৭.৩১
টসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
[/vc_column_text][/vc_column][/vc_row]









