আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে ৯২ রানে পরাজয় দেখেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়ে ৬৮ রানে জিতেছে। সিরিজ দাঁড়িয়েছে ১-১ সমতায়। তৃতীয় ও শেষ ম্যাচ এখন অঘোষিত ফাইনাল। সিরিজ জয়ের লক্ষ্যে মরিয়া লাল-সবুজের দল।
সোমবার বাংলাদেশ সময় বিকেল চারটায় শারজায় গড়াবে তৃতীয় ম্যাচ। আফগানদের হারিয়ে সিরিজ জিততে আত্মবিশ্বাসী নাজমুল হোসেন শান্ত’র দল। বিপরীতে হারলে সিরিজ হাতছাড়া হবে টাইগারদের।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তন এসেছিল। তৃতীয় ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে শঙ্কা রয়েছে, নাজমুল হোসেন শান্ত পুরোপুরি ফিট কিনা সে বিষয়ে। দ্বিতীয় ম্যাচে খেলার সময় চোটে পড়েছিলেন অধিনায়ক। নিকট কাভারে ফিল্ডিং করতে গিয়ে বাঁ-পায়ে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন। টাইগার তারকা না থাকায় পরে মাঠে বাকিটা সময় অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ।
টাইগার অধিনায়ক খেলতে না পারলে শেষ ম্যাচে অধিনায়কত্ব করতে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। আর শান্তর জায়গায় একাদশে সুযোগ মিলতে পারে টপঅর্ডার ব্যাটার জাকির হাসানের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত/জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।









