আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে টসে হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। ইনজুরি থেকে সেরে ওঠায় টাইগার একাদশে আছেন পেসার তাসকিন আহমেদ।
সকাল ১০টায় হোম অব ক্রিকেট মিরপুরে খেলাটি শুরু। সবুজ ঘাসে মোড়ানো উইকেটে বাংলাদেশ তিন পেসার নিয়ে নামছে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তাইজুলের পাশাপাশি আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে লাল বলের ক্রিকেটে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন লিটন দাস। জাকির হাসানের সঙ্গী হিসেবে ওপেনিংয়ে থাকছেন মাহমুদুল হাসান জয়।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক/উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ।







