পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের শতাধিক রানের উদ্বোধনী জুটিতে সহজ জয়ের পথে ছুটছিল বাংলাদেশ। রশিদ খান ধস নামান বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে টিম টাইগার্স। নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টির সিরিজে ১-০তে এগিয়ে গেল টিম টাইগার্স।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৫১ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।
রানতাড়ায় নেমে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১০৯ রান তোলেন ইমন ও তানজিদ। ফিফটি করেছেন দুজনেই। ১০৯ রানে জুটি ভাঙেন ফরিদ আহমেদ। ৪টি চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৫৪ রান করেন ইমন। এরপর ধস নামে ব্যাটিং লাইনআপে। রশিদের শিকার হয়ে ফিরে যান ৪ ব্যাটার। তানজিদ ফেরেন ৩টি করে চার ও ছক্কায় ৩৭ বলে ৫১ রান করে। সাইফ হাসান (০), জাকের (৬) ও শামীম হোসেন (০) ফেরেন ব্যর্থ হয়ে। ১১৮ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই তানজিম সাকিবকে ফেরান নূর।
পরে রিশাদকে নিয়ে হাল ধরেন সোহান। দুজনের ৩৫ রানের জুটিতে জয় পায় বাংলাদেশ। সোহান ১ চার ও ২ ছক্কায় ১৩ বলে ২৩ এবং রিশাদ ৩ চারে ৯ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।
৪ ওভারে ১৮ রান খরচায় ৪ উইকেট নেন রশিদ খান। ফরিদ ও নূর আহমেদ নেন একটি করে উইকেট।
আগে শুরুটা খুব একটা ভালো হয়নি আফগানদের। উদ্বোধনীতে আসে ২৫ রান। ১০ বলে ১৫ রান করা ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে জুটি ভাঙেন নাসুম আহমেদ। ৩১ রানে সেদিকউল্লাহ অটলকে ফেরান তানজিম সাকিব। ১২ বলে ১০ রান করেন অটল। এরপর দ্রুত ফিরে যান দারবিশ রাসুলি (০) ও মোহাম্মদ ইসহাক (১)।
১১.১ ওভারে ৭৩ রানে আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান রিশাদ। একটি করে চার ও ছক্কায় ১৮ বলে ১৮ রান করেন ওমরজাই। ৯৫ রানে গুরবাজকে ফেরান তানজিম সাকিব। ২ চার ও ৩ ছক্কায় গুরবাজ ৩১ বলে ৪০ রান করেন।
এরপর ঝড় তোলেন মোহাম্মদ নবি। ৪ ছক্কা ও ১ চারে ২৫ বলে ৩৮ রান করে থামেন তাসকিনের শিকার হয়ে। ১২৭ রানে সপ্তম উইকেট হারায় আফগানরা। ১৩২ রানে রশিদ ফিরে যান। ২ বলে ৪ রান করেন আফগান অধিনায়ক। পরে নূর আহমেদকে নিয়ে আরও ১৯ রান যোগ করেন শারাফুদ্দিন আশরাফ। একটি করে চার ও ছক্কায় ১২ বলে ১৭ রান করেন আশরাফ। নূর রানআউট হন ৪ বলে ৬ রান করে।
রিশাদ হোসেন ও তানজিম সাকিব দুটি করে উইকেট নেন। তাসকিন, নাসুম ও মোস্তাফিজ নেন একটি করে উইকেট।









