বুধবার গড়াল বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডের সব খবর। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়েছে বিকাল ৪টায়।
[vc_row][vc_column]
১১.২৩
১২০ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। আফগান বোলিং তোপে সেখান থেকে ধস নামে, আর ২৩ রান যোগ করতেই গুটিয়ে যায় টাইগার ইনিংস।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.১৬
সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ৯২ রানে জয়ী
আফগানিস্তান- ২৩৫/১০ (৪৯.৪ ওভার)
মোহাম্মদ নবী- ৮৪ (৭৯), হাসমতউল্লাহ শহিদী- ৫২ (৯২), নাঙ্গোলিয়া খারোটে ২৭* (২৮)
তাসকিন আহমেদ- ৪/৫৩, মোস্তাফিজুর রহমান- ৪/৫৮
বাংলাদেশ-১৪৩/১০ (৩৪.৩ ওভার)
শান্ত-৪৭ (৬৮), সৌম্য-৩৩ (৪৫), মিরাজ-২৮ (৫১)
গজনাফর-৬/২৮, রশিদ-২/২৮
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.১১
গজনফার দিয়ে শুরু গজনফার দিয়ে শেষ
বাংলাদেশ ইনিংসের পতন শুরু করেছিলেন আল্লাহ মোহাম্মদ গজনফার তানজিদ তামিমের উইকেট দিয়ে। শেষটাও করলেন গজনফার শরিফুল ইসলামের উইকেট দিয়ে। এ স্পিনার নিয়েছেন মোট ৬ উইকেট, দিয়েছেন মাত্র ২৬ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.০৫
১২ বলে পাঁচ উইকেট নেই বাংলাদেশের
৩২তম ওভারের চতুর্থ বলে মাহমুদউল্লাহ আউট হওয়ার পর ৩৪তম ওভারের দ্বিতীয় বল পর্যন্ত মোট ১২ বল হয়। এ ১২ বলের মধ্যে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এদের মধ্যে তিনজন টপঅর্ডার ব্যাটার, একজন অলরাউন্ডার ও একজন পেসার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.০০
গজনফারের ওভারে তিন উইকেট
৩৩তম ওভারের প্রথম বলে সাজঘরে পাঠান মুশফিকুর রহিমকে। পঞ্চম বলে রিশাদ হোসেনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন গজনফার। সাথে সাথে রিভিউয়ের আবেদন করেও রক্ষা হয়নি রিশাদের। পরের বলে বোল্ড হন পেসার তাসকিন আহমেদ। ওভারে তিন উইকেট শিকার করেন গজনফার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১০.৫৬
মুশফিক-মাহমুদউল্লাহর বিদায় বিপদে টাইগাররা
রশিদ খান ও গজনফারের তোপে দ্রুত বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ৩২তম ওভারের চতুর্থ বলে রশিদের বলে বোল্ড হন রিয়াদ। ৩৩তম ওভারের প্রথম বলে স্টাম্পিং হন মুশফিক।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১০.৪৪
আজমতউল্লাহ’র দুর্দান্ত ক্যাচে ফিরলেন মিরাজ
গজনাফরের বল স্লগে সুইপ করতে চেয়েছিলেন মিরাজ। টপ এজ হয়ে বল যায় ফাইন লেগে। শর্ট ফাইন লেগে থেকে দৌড়ে গিয়ে বল তালু বন্দি করেন আজমতউল্লাহ। ১ ছক্কায় ৫১ বলে ২৮ রান করেন। ১৩২ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১০.৪১
৩০ ওভার শেষে বাংলাদেশ ১৩১/৩
মিরাজ ২৯ এবং হৃদয় ৮ রানে ক্রিজে আছেন। জিততে দরকার ১২০ বলে ১০৫ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১০.২৮
শান্তকে ফেরালেন নবী
প্রথম ওভারে বল করতে এসে হ্যামস্ট্রিং চোটে অস্বস্তিবোধ করে মাঠ ছেড়েছিলেন মোহাম্মদ নবী। বিশ্রাম শেষে ফিরে বল করেছেন ঠিকঠাক। সাফল্যের দেখাও পেলেন। নিজের পঞ্চম ওভারে শান্তকে ফেরালেন। ২৫.৫ ওভারে টপ এজের শিকার হন শান্ত। স্কয়ার লেগে থাকা শাহিদী তিনবারের চেষ্টায় বল তালুবন্দি করেন। চারটি চার ও দুটি ছক্কায় ৬৮ বলে ৪৭ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ১২০ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১০.০৬
শতরান পেরিয়ে বাংলাদেশ
শান্ত ও মিরাজে ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ। ২০ ওভার শেষে সংগ্রহ ২ উইকেটে ১০১ রান।
শান্ত ৪২ রানে এবং মিরাজ ১৪ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.৪২
১৫ ওভার শেষে বাংলাদেশ ৭৪/২
শান্ত-২৭ রানে এবং মিরাজ ৪ রানে ক্রিজে আছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
২৩ রানে ৮ উইকেট নেই, আরেকটি ব্যাটিং বিপর্যয়ে হেরে গেলেন শান্তরা
[vc_row][vc_column]
৯.৩৪
মিরাজ জীবন পেলেন ১ রানে
১৩.২ ওভারে ওমরজাইয়ের দ্বিতীয় শিকার হতে পারতেন মেহেদী হাসান মিরাজ। অফস্টাম্পের বাইরের ডেলিভারি মিরাজের ব্যাটে লেগে স্লিপে যায় মোহাম্মদ নবীর কাছে। তবে তালুবন্দি করতে ব্যর্থ হন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.৩১
বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরলেন সৌম্য
বাংলাদেশকে ভালো শুরুই এনে দিয়েছিলেন সৌম্য সরকার। শান্তকে সঙ্গী করে দারুণ করছিলেন। দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন। ১২তম ওভারের শেষ বলে ওমরজাইয়ের বল ফাইন লেগ অঞ্চলে উড়িয়ে মারেন। বাউন্ডারি লাইনে ফারুকির হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান। ৬টি চারে ৪৫ বলে ৩৩ রান করেন। ৬৫ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.২৫
২১ রানে জীবন পেলেন শান্ত
১১.৩ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের ডেলিভারিতে পুল শট খেলতে চেয়েছিলেন শান্ত। টপ এজ হয়ে উপরে উঠে যায় বল। গুরবাজের বদলি হয়ে নামা উইকেটরক্ষক ইকরাম আলীখিল দৌড়ে গিয়ে বল গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.১৫
ফিফটি পেরিয়ে বাংলাদেশ
নবম ওভারে বলে আসেন গজনাফর। দুর্দান্ত বল করা এই স্পিনার ছন্দ হারিয়েছেন এই ওভারে। নো-ওয়াইড এর পর ছক্কা ও চার হজম করেছেন। ওভারটি থেকে ১৪ রান আদায় করে নেন বাংলাদেশ ব্যাটাররা। সেই সঙ্গে দলীয় ফিফটিও পূর্ণ করেছে।
৯ ওভার শেষে ১ উইকেটে ৫৩ রান বাংলাদেশের। শান্ত ১৭ এবং সৌম্য ২৮ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.০৬
২ বল করেই মাঠ ছাড়লেন নবী
অষ্টম ওভারে বলে আসেন মোহাম্মদ নবী। প্রথম ডট আদায় করে নেন। বলের পর হ্যামস্ট্রিংয়ে চোট অনুভব করেন। দ্বিতীয় বলে চার আদায় করে নেন সৌম্য সরকার। তবে নবীকে বেশ অস্বস্তিবোধ করতেই দেখা যায়। পরে বোলিং থেকে নিজেকে সরিয়ে নেন। তার ওভারটি পূর্ণ করেন আজমতউল্লাহ ওমরজাই।
৮ ওভার শেষে বাংলাদেশ ১ উইকেটে ৩৯ রান। সৌম্য ২৮ এবং শান্ত ৬ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.৫২
উইকেট মেডেন
চতুর্থ ওভারে উইকেট মেডেন নিয়েছেন আফগানিস্তানের স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফার। প্রথম বলে তানজিদ তামিমকে ফেরানোর পরের পাঁচ বলে কোনো রান নিতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.৪৮
শুরুতেই তামিমের বিদায়
চ্যালেঞ্জিং স্কোরে জয়ের জন্য ব্যাটে নেমে শুরুতেই বিদায় দিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। চতুর্থ ওভারে গজনফারের প্রথম বল বুঝতেই পারেননি তামিম। ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হন এ ব্যাটার, করেন মাত্র ৩ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.১৪
আলো ছড়িয়েছেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। চারটি করে উইকেট নিয়েছেন দুজনেই।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.০২
সংক্ষিপ্ত স্কোর
টস- আফগানিস্তান
আফগানিস্তান- ৪৯.৪ ওভার, ২৩৫/১০
মোহাম্মদ নবী- ৮৪, হাসমতউল্লাহ শহিদী- ৫২, নাঙ্গেলিয়া খারোতে ২৭*
তাসকিন আহমেদ- ৪/৫৩, মোস্তাফিজুর রহমান- ৪/৫৮
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.৪৯
তাসকিনের জোড়া আঘাত
সেঞ্চুরির একদম কাছে ছিলেন আফগানিস্তানের ব্যাটার মোহাম্মদ নবী। তবে ৪৮তম ওভারে এসে নিজেকে আর সংবরণ করতে পারেননি এ ডানহাতি ব্যাটার, তাসকিনকে উড়িয়ে মারতে গিয়ে লংঅনে তানজিদ তামিমের হাতে ক্যাচ দেন। বঞ্চিত হন সেঞ্চুরি থেকে, করেন ৭৯ বলে ৮৪ রান। পরের বলে আউট হয়েছেন আল্লা মোহাম্মদ গজনফার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.৩৯
২০০
৪৬তম ওভারের শেষ বলে দলীয় ২০০ রান পূর্ণ করে আফগানিস্তান। নবী ৭৭ রানে এবং নাঙ্গোলিয়া খারোটে ২ রানে ক্রিজে আছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.২৪
প্রথম শিকারের দেখা পেলেন শরীফুল
নিজের অষ্টম ওভারে এসে প্রথম সাফল্যের দেখা পেয়েছেন শরীফুল ইসলাম। ৪২.৪ ওভারে টাইগার পেসারের শর্ট লেন্থের বলে মিড উইকেটে মোস্তাফিজের হাতে ক্যাচ দেন। ১১ বলে ১০ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.১৪
শতরানের জুটি ভাঙলেন মোস্তাফিজ
ষষ্ঠ উইকেট জুটিতে শতরান পূর্ণ করেন শাহিদী ও নবী। ৪১তম ওভারে এসে জুটি ভাঙলেন মোস্তাফিজ। শাহিদীকে বোল্ড করে নিজের চতুর্থ উইকেট তুলে নিলেন টাইগার পেসার। আফগান অধিনায়ক ৯২ বলে ৫২ রান করেন। ১৭৬ রানে ষষ্ঠ উইকেট হারাল আফগানিস্তান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৭.১০
শাহিদী-নবীর শতরানের জুটি, ছুটছে আফগানিস্তান
৭১ রানে ৫ উইকেট হারানোর পর আফগানদের হাল ধরেছে আফগানিস্তান। ষষ্ঠ উইকেট জুটিতে শতরান পূর্ণ করেছেন দুজনে। ফিফটিও পেয়েছেন দু’ব্যাটার। ৪০ ওভার শেষে ৫ উইকেটে ১৭৪ আফগানিস্তান। শাহিদী ৫২ রানে এবং নবী ৬৬ রানে ক্রিজে আছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.৫৪
১৫০
আফগানিস্তান ৩৬ ওভারে ৫ উইকেটে ১৫২ রানে পৌঁছেছে। ৭১ রানে ৫ উইকেট হারানোর পর শাহিদী ও নবীর ব্যাটে এগোচ্ছে দলটি। শাহিদী ৪৭ রানে এবং নবী ৪৮ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.১১
১০০
আফগানিস্তান ২৬ ওভারে ৫ উইকেটে ১০০ রানে পৌঁছেছে। ৭১ রানে ৫ উইকেট হারানোর পর শাহিদী ও নবীর ব্যাটে এগোচ্ছে আফগানিস্তান। শাহিদী ২৫ রানে এবং নবী ১৯ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৫.৫৬
রিভিউ নষ্ট করল বাংলাদেশ
২২.৩ ওভারে রিশাদের বলে পরাস্ত হন শাহিদী। মুশফিকুর রহিম বল গ্লাভসবন্দি করে জোরাল আবেদন করেন। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। দেখা যায় ব্যাটে স্পর্শ ছাড়াই মুশফিকের গ্লাভসে গেছে বল। রিভিউ নষ্ট!
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৫.৪৬
পঞ্চম শিকার এনে দিলেন তাসকিন
৩৫ রানে ৪ উইকেট হারানোর পর হাল ধরেছিলেন শাহিদী ও গুলবাদিন। ৩৬ রানের জুটি গড়েছিলেন। ২০তম ওভারের শেষ বলে জুটি ভাঙেন তাসকিন। শর্ট লেন্থের ডেলিভারিতে বড় শট খেলতে যান গুলবাদিন। মিডঅনে তানজিদ তামিমের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন। ৩২ বলে ২২ রান করে যান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৫.২৬
ধুঁকছে আফগানিস্তান
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৫.০২
মোস্তাফিজের ৩ উইকেট
নিজের দ্বিতীয় ওভারে এসে বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। অভিষিক্ত সিদ্দিকউল্লাহ অতলকে (২১) ফেরানোর পর আজমতউল্লাহ ওমরজাইকে (০) সাজঘরে পাঠান বাঁহাতি টাইগার পেসার। নিজের প্রথম ওভারে রহমত শাহকে ফিরিয়েছেন ফিজ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৫.০০
আবারও মোস্তাফিজের উইকেট
নিজের দ্বিতীয় ওভারে এসে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। অভিষিক্ত সিদ্দিকউল্লাহ অতলকে ফিরিয়েছেন, ৩০ বলে ২১ রান করে গেছেন আফগান ব্যাটার। আগের ওভারে রহমত শাহকে ফিরিয়েছেন ফিজ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৪.৪৭
মোস্তাফিজে দ্বিতীয় সাফল্য
দ্বিতীয় ওভারে তাসকিনের সাফল্যের পর আফগানিস্তানের রান আসছিল না, বাংলাদেশও উইকেট পাচ্ছিল না। অষ্টম ওভারে বোলিংয়ে আসেন পেসার মোস্তাফিজুর রহমান, রহমত শাহকে ফিরিয়ে আনেন বাংলাদেশের দ্বিতীয় সাফল্য। ১৩ বল খেলে ২ রান করেছেন রহমত।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৪.১৪
গুরবাজকে ফেরালেন তাসকিন
দ্বিতীয় ওভারে গুরবাজকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। প্রথম ওভারের শেষ বলে চার মারার পর বাঁ-পায়ে টান লাগে গুরবাজের। তাসকিনের প্রথম বলে শট খেলতে গিয়ে উইকেটকিপার-মুশফিকুর রহিমের গ্লাভসে বল দেন, করে যান ৫ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৪.১০
শারজাহর ৩০০
রেকর্ডের সঙ্গী হল বাংলাদেশ-আফগানিস্তান। বিশ্বের প্রথম ভেন্যু হিসেবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ চলছে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৪.০৮
যেমন গেল প্রথম ওভার
প্রথম ওভারে বাউন্ডারি পেয়েছে আফগানিস্তান। শরিফুল ইসলামকে কাভার দিয়ে বাউন্ডারি মারেন রহমানউল্লাহ গুরবাজ। ওভারে ৬ রান তুলেছে দলটি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৩.৩৯
দুদলের জন্যই আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে নিজেদের প্রস্তুত করার সুযোগ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৩.৩৭
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৩.৩২
সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২.৩২
আফগানদের হারিয়ে ছন্দে ফিরতে মরিয়া নাজমুল হোসেন শান্ত’র দল।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২.২১
স্কোয়াডে একমাত্র বাঁহাতি স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। তবে ভিসা জটিলতায় এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২.১৭
সেটি নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দিকে প্রশ্ন গেল অবধারিতভাবেই।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২.১১
সেদিক থেকে পিচের সুবিধায় টাইগারদের চেয়ে এগিয়ে আফগানরাই।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২.০৯
আফগানদের হোম সিরিজটির প্রথম ম্যাচের আগে শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে কঠোর অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে টাইগারদের।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২.০২
নিজের সেরাটা দেয়ার কথা জানিয়েছেন টপঅর্ডার ব্যাটার জাকির হাসান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১.৫৪
বিসিবির উপরই বিষয়টি ছেড়ে দিতে চান টাইগার টপঅর্ডার ব্যাটার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১.৪২
এমন আশারবাণী শুনিয়েছেন জাতীয় দলের টপঅর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২.৩৩
সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
[/vc_column_text][/vc_column][/vc_row]









