সোমবার গড়াল বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের তৃতীয় ওয়ানডে। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে তিন ম্যাচের সিরিজের তৃতীয় ওয়ানডের সব খবর। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী লড়াইয়ে আফগানিস্তানকে ২৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
[vc_row][vc_column]
১২.০৫
আফগানদের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ হার বাংলাদেশের
প্রথম ম্যাচের হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষটিতে গুরবাজের সেঞ্চুরি ও ওমরজাইয়ের ৭০ রানের ইনিংসে ৫ উইকেটে হার দেখেছে বাংলাদেশ। পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজও হাতছাড়া টাইগারদের। আফগানদের বিপক্ষে ওয়ানডেতে টানা দ্বিতীয় সিরিজ হার দেখেছে টিম টাইগার্স। গতবছর জুলাইয়ে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.০১
সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী
সিরিজ: আফগানিস্তান (২-১)
টস-বাংলাদেশ
বাংলাদেশ-২৪৪/৮ (৫০)
মাহমুদউল্লাহ-৯৮ (৯৮), মিরাজ-৬৬ (১১৯)
ওমরজাই-৪/৩৭, নবী-১/৩৭
আফগানিস্তান-২৪৬/৫ (৪৮.২)
গুরবাজ-১০১ (১২০), ওমরজাই-৭০* (৭৭ ), নবী-৩৪* (২৭)
নাহিদ রানা-২/৪০ , মোস্তাফিজ-২/৫০
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.৩৬
২০০ পেরিয়ে আফগানিস্তান
৪৩.২ ওভারে ২০০ রান পূর্ণ করেছে আফগানিস্তান। জিততে দরকার ৪০ বলে ৪৩ রান। হাতে আছে পাঁচ উইকেট। ক্রিজে ওমরজাই ৫৪ রানে এবং নবী ৮ রানে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.২৪
ওমরজাইয়ের ফিফটি
প্রথম দুম্যাচে রানের খাতাই খুলতে পারেননি ওমরজাই। তৃতীয় ম্যাচে দারুণ করছেন। ৫৭ বলে ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নিয়েছেন। ছিল তিনটি করে চার ও ছক্কার মার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.১৯
গুলবাদিনকে ফেরালেন নাহিদ
৪১তম ওভারে নিজের অষ্টম ওভার বল করতে এসে দ্বিতীয় শিকারের দেখা পেলেন নাহিদ। ওভারের দ্বিতীয় বড় শট খেলতে চেয়েছিলেন গুলবাদিন। টপ এইজ হয়ে বল হাওয়ায় ভাসতে থাকে। উইকেটরক্ষক জাকের আলি বল গ্লাভসবন্দি করেন। ৫ বলে ১ রান করেন। ১৮৮ রানে পঞ্চম উইকেট হারাল আফগানিস্তান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.১০
স্বস্তি এনে দিলেন অধিনায়ক মিরাজ
বাংলাদেশের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়ে ছিলেন গুরবাজ। সেঞ্চুরি করে চাপ বাড়িয়েছেন টাইগারদের জন্য। ৩৯তম ওভারের চতুর্থ বলে মেহেদী হাসান মিরাজের শিকার হন। উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে জাকিরের হাতে ক্যাচ দেন। ১২০ বলে ১০১ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.০৪
গুরবাজের সেঞ্চুরি
প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন রহমানুল্লাহ গুরবাজ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে দারুণ প্রত্যাবর্তন করেছেন। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পেয়েছেন আফগান ওপেনার। ১১৭ বলে শতরান ছোঁয়া ইনিংসটিতে ছিল ৫টি চার ও ৭টি ছক্কার মার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১০.৪৭
দেড়শ পেরিয়ে ছুটছে আফগানিস্তান
গুরবাজ ও ওমরজাইয়ের অপরাজিত ৬৭ রানের জুটিতে দেড়শ পেরিয়েছে আফগানিস্তান। ৩৩ ওভার শেষে আফগানদের সংগ্রহ ৩ উইকেটে ১৫১ রান। গুরবাজ ৮৩ রানে এবং ওমরজাই ২৯ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১০.৩১
বিপদ বাড়াচ্ছেন গুরবাজ
একপ্রান্ত আগলে রেখে আফগানিস্তানকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন গুরবাজ। ৩০ ওভার শেষে আফগানদের সংগ্রহ ৩ উইকেটে ১৩৮ রান। গুরবাজ ৮১ রানে এবং ওমরজাই ১৯ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৯.৫৪
১০০
গুরবাজের ফিফটিতে শতরানের ঘরে পৌঁছেছে আফগানিস্তান। গুরবাজ ৬০ এবং ওমরজাই ৪ রানে ক্রিজে আছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৯.৫২
গুরবাজের স্টাম্পিং মিস করলেন জাকের
২২তম ওভারে মিরাজের পঞ্চম বলে গুরবাজকে স্টাম্পিং করতে ব্যর্থ হয়েছেন জাকের আলি। ওয়াইড বলটি গ্লাভসে নিতে পারেননি। গুরবাজ ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৯.৪২
শাহিদীর উইকেট তুলে নিলেন ফিজ
রহমত শাহকে ফিরিয়ে টাইগারদের দ্বিতীয় সাফল্য এনে দেয়ার পর তৃতীয় সাফল্যও আসলো মোস্তাফিজের হাত ধরে। ২১তম ওভারের প্রথম বলে আউট সাইড হয়ে বল উপরে উঠে যায়। দারুণভাবে বল তালুবন্দি করেন সৌম্য সরকার। ২১ বলে ৬ রান করে ফিরেছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৯.৪০
২০ ওভার শেষে আফগানিস্তান ২ উইকেটে ৮৪, গুরবাজের ফিফটি
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৯.২৭
১৭ ওভার শেষে আফগানিস্তান ২ উইকেটে ৭৭
গুরবাজ ৪৮ এবং শাহিদী ১ রানে ক্রিজে আছেন
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৯.১৪
রহমত শাহকে ফেরালেন মোস্তাফিজ
নিজের দ্বিতীয় ওভারে সাফল্যের দেখা পেলেন মোস্তাফিজ। টাইগার পেসারের ডেলিভারিতে টপ এজ হয় রহমতের। দৌড়ে গিয়ে মোস্তাফিজ নিজেই বল তালুবন্দি করেন। ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারাল আফগানিস্তান। ২২ বলে ৮ রান করেন রহমত।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৮.৫৮
১০ ওভার শেষে আফগানিস্তান ১ উইকেটে ৪৫ রান
গুরবাজ ২৩ এবং রহমত শাহ ৩ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৮.৫৪
নাসুমের মেডেন
নবম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন নাসুম। টাইগার স্পিনারের মোকাবেলায় বেগ পেতে হয়েছে রহমত শাহ। নাসুম আদায় করে নিয়েছেন মেডেন। নিজের প্রথম ওভারে খরচ করেন ৬ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৮.৪৯
প্রথম শিকার এনে দিলেন নাহিদ
ওয়ানডে অভিষেকে বল হাতে ভালো করছেন নাহিদ রানা। সাফল্যও পেয়েছেন। নিজের চতুর্থ ওভারে সেদিকুল্লাহ অটলকে ফিরিয়েছেন। ৮ম ওভারে চতুর্থ বলে নাহিদের ১৪৭ কিলোমিটার বেগে করা ডেলিভারিতে কিছু বুঝে ওঠার আগেই বোল্ড হয়েছেন অটল। ৪১ রানে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। অটল ফিরেছেন ১৮ বলে ১৪ রান করে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৮.৪১
৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৩২ রান আফগানদের
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৮.২৩
বাংলাদেশের ১৫০তম ক্রিকেটার হিসেবে অভিষেক নাহিদ রানার
আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়ানডেতে বাংলাদেশের ১৪৯তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল জাকের আলি অনিকের। তৃতীয় ও শেষ ম্যাচে ১৫০তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে নাহিদ রানার। তাসকিন আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম ওভারে ৫ রান খরচ করেছেন ২২ বর্ষী পেসার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৮.১৫
রিয়াদ-মিরাজ জুটিতে মুগ্ধ শান্ত
মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি না হওয়ায় হতাশ হয়েছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংস বিরতিতে ধারাভাষ্যকারের সাথে বলেন এ কথা বলেছেন তিনি। তবে বাংলাদেশ যে রান সংগ্রহ করেছেন তা যথেষ্ট এবং তারা ভালো অবস্থানে আছে বলে মনে করছেন টাইগার অধিনায়ক শান্ত। ওপেনিংয়ের পর রিয়াদ ও মিরাজের জুটিতে মুগ্ধ তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৮.১০
রিয়াদ পরে তার ইনিংস ৯৮ পর্যন্ত নিয়ে যান। ইনিংসে শেষ ওভারের শেষ বলে বলে আউট হন তিনি, বঞ্চিত হন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি থেকে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৭.৪৬
সংক্ষিপ্ত স্কোর
টস-বাংলাদেশ
বাংলাদেশ-২৪৪/৮ (৫০)
মাহমুদউল্লাহ-৯৮ (৯৮), মিরাজ-৬৬ (১১৯)
ওমরজাই-৪/৩৭, নবী-১/৩৭
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৭.৪৫
৯৮ রানেই থামলেন মাহমুদউল্লাহ
সেঞ্চুরির পথেই ছিলেন। ইনিংসের শেষ বলে সেঞ্চুরির জন্য দরকার ছিল তিন রান। ওমরজাইয়ের ডেলিভার স্কয়ার লেগে পাঠান। এক রান নিয়ে দ্বিতীয় রানের চেষ্টা করেন। তবে রান আউট হয়ে যান। বাংলাদেশের ইনিংস থামে ৮ উইকেটে ২৪৪ রানে। মাহমুদউল্লাহর ৯৮ বলে ৯৮ রানের ইনিংসে ছিল ৭টি চার ও তিনটি ছক্কার মার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৭.৪০
ওমরজাইয়ের চতুর্থ শিকার নাসুম
৫০তম ওভারের দ্বিতীয় বলে নাসুমকে বোল্ড করেন ওমরজাই। আফগান পেসারের চতুর্থ শিকার এটি। ২৪০ রানে সপ্তম উইকেট হারাল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৭.২৮
জাকেরকে ফেরালেন ওমরজাই
দ্বিতীয় ম্যাচে আলো ছড়ানো জাকের আলি অনিক ভালো করতে পারেননি। ২ বলে ১ রান করে গুরবাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। যদিও আম্পায়ার প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে পরে উইকেট আদায় করে নেয় আফগানিস্তান। ওমরজাইয়ের তৃতীয় উইকেট এটি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৭.১৯
শান্ত’র রেকর্ড ভাঙতে পারলেন না মিরাজ
মিরাজের আগে বাংলাদেশের চার অধিনায়ক অভিষেকে ফিফটি পেয়েছিলেন। সর্বোচ্চ রানের রেকর্ডটিও নিজের করে নেয়ার সুযোগ ছিল মিরাজের। অধিনায়ক হিসেবে অভিষেকে বাংলাদেশিদের মধ্যে আগে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল শান্ত’র। ২০২৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৬ রান করেছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল আমিনুল ইসলামের।১৯৯৮ সালে চন্দ্রীগড়ে ভারতের বিপক্ষে ৭০ রান করেছিলেন। ১০ রানের জন্য শীর্ষে যেতে পারলেন না মিরাজ। ৬৬ রানে ফিরে গেছেন ওমরজাইয়ের শিকার হয়ে। ২১৭ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। মিরাজের ১১৯ বলের ইনিংসটিতে ছিল ৪টি চারের মার। তাছাড়া বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় মন্থরতম ফিফটি মিরাজের, ১০৬ বলে। সবচেয়ে বেশি বলে ফিফটি করেছেন জাভেদ ওমর বেলিম, ২০০৫ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে ১১৩ বলে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৭.১১
২০০
২০০ রান পেরিয়েছে বাংলাদেশ। ৪৫ ওভার শেষে চার উইকেটে ২০৫ রান। মিরাজ ৫৭ এবং মাহমুদউল্লাহ ৭৯ রানে ক্রিজে আছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০৭.০৫
মাঠের বাইরে রশিদ
ডান হাতের আঙুলে চোট পেয়েছেন আগেই। মাঠে ফিজিও এসে চিকিৎসাও করে গেছেন। ৪৩তম ওভার শেষে আর মাঠে থাকতে পারলেন না। মাঠের বাইরে চলে গেলেন। আফগানিস্তানের তারকা লেগ স্পিনার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.৫৩
মিরাজ-মাহমুদউল্লাহ জুটির সেঞ্চুরি
৭২ রানে চার ব্যাটারকে হারানোর পর দলকে টেনে নিচ্ছেন মিরাজ-মাহমুদউল্লাহ। ফিফটি করেছেন দুজনেই। পাশাপাশি এ জুটির শতরান পূর্ণ হয়েছে।
৪১ ওভার শেষে বাংলাদেশ ৪ উইকেটে ১৭৫ রান। মিরাজ ৫০ এবং মাহমুদউল্লাহ ৫৮ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.৫১
অধিনায়ক হিসেবে অভিষেকে ফিফটি মিরাজের
নাজমুল হোসেন শান্তর চোটে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। অভিষেকে পঞ্চম বাংলাদেশি হিসেবে অধিনায়ক হিসেবে ফিফটি করেছেন। মিরাজের আমিনুল ইসলাম বুলবুল, হাবিবুল বাশার, সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। অভিষেকে ফিফটি করেছিলেন। মিরাজের ১০৬ বলে স্পর্শ করা ফিফটিতে ছিল দুটি চারের মার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.৪৭
নয় ইনিংস পর মাহমুদউল্লাহর ফিফটি
গত বছর অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপে ওয়াংখেড়েতে সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর নয় ইনিংসে ফিফটি পেরুতে পারেননি। এমন শেষ চার ইনিংসে তার স্কোর ছিল-০,১,২,৩ রান। ১০ ইনিংসে এসে ফিফটির দেখা পেলেন টাইগার ব্যাটার। ৬৩ বলে ফিফটি করার পথে ছিল চারটি চার ও একটি ছক্কার মার। তার ক্যারিয়ারের ২৯তম ফিফটি এটি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.৩১
দেড়শ পেরিয়ে বাংলাদেশ
৩৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১৫১ রান। মিরাজ ৪৩ এবং মাহমুদউল্লাহ ৪২ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৬.০১
মিরাজ-মাহমুদউল্লাহ জুটির ফিফটি
৭২ রানে চার উইকেট হারানোর পর হাল ধরেন মিরাজ-মাহমুদউল্লাহ। ৭৭ বলে ৫০ রানে জুটি পূর্ণ করেন।
২৮ ওভার শেষে বাংলাদেশ ৪ উইকেটে ১২৫ রান। মিরাজ ৩৫ এবং মাহমুদউল্লাহ ২৪ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৫.৪৮
১০০ পেরিয়ে বাংলাদেশ
৭২ রানে চার ব্যাটারকে হারানোর পর মিরাজ-মাহমুদউল্লাহর ব্যাটে ছুটছে বাংলাদেশ। ২৩.২ ওভারে শতরান পূর্ণ করেছে টিম টাইগার্স।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৫.৩৫
বাংলাদেশ ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৫.১৩
হৃদয়কে ফেরালেন রশিদ
রশিদ খানের অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা মেরে উইকেট দিয়ে এসেছেন তাওহীদ হৃদয়। শর্ট স্লিপে থাকা নাইব সহজে বল তালুবন্দি করেন। ১৪ বলে ৭ রান করেন হৃদয়। ৭২ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৪.৫৩
৫ রানে ৩ ব্যাটার হারিয়ে চাপে বাংলাদেশ
৫৩/০ থেকে ৫৮/৩ বাংলাদেশ। শুরু সৌম্য সরকারকে দিয়ে। পরের ওভারে তানজিদ তামিম ফিরে যান। শান্ত’র পরিবর্তে একাদশে আসা জাকির নেমে চার মেরে ইনিংস শুরু করেন। ১০তম ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ছিলেন মিরাজ। ওমরজাইয়ের বল ডিফেন্ড করেন। নন স্ট্রাইকে জাকির রানের জন্য দৌড় দেন। মিরাজ ফিরিয়ে দেন তাকে। পৌঁছানোর আগে ডিরেক্ট হিটে স্টাম্প ভাঙেন নাঙ্গেলিয়া খারোটে। ৭ বলে ৪ রান করে ফিরে যান জাকির।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৪.৪৭
দুবার জীবন পেয়ে তানজিদের ১৯
সৌম্য সরকার নবম ওভারে আউট হওয়ার পরের ওভারে ফিরে গেছেন অপর ওপেনার তানজিদ হাসান তামিমও। পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে মোহাম্মদ নবীর বলে ক্যাচ দেন দুবার জীবন পাওয়া তামিম। বাঁহাতি ওপেনার ২৯ বল খেলে ১৯ রান করেছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৪.৪২
সৌম্য বোল্ড
নবম ওভারে এসে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাট করতে থাকা সৌম্য সরকার আউট হয়েছেন আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে। অফস্টাম্পের বাইরের বল টেনে এনে বোল্ড হয়েছেন। বাঁহাতি ওপেনার ২৩ বল খেলে করেছেন ২৪ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৪.২০
তানজিদের দ্বিতীয় জীবন
ফজলহক ফারুকীর বলে প্রথমবার জীবন পাওয়ার পর গজনফারের বলেও জীবন পেলেন তানজিদ হাসান তামিম। চতুর্থ ওভারের শেষ বলে উড়িয়ে মারতে যান বাঁহাতি ওপেনার, ব্যাটের কানায় লেগে বল ওঠে অনেক উপরে। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ চেষ্টা করেন ক্যাচ নিতে, কিন্তু ব্যর্থ হন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৪.১৫
তানজিদের ক্যাচ ফেললেন গুলবাদিন
তৃতীয় ওভারের দ্বিতীয় বলে জীবন পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। অফস্টাম্পের অনেকটা বাইরে বল দেন ফজলহক ফারুকী, স্ল্যাপ শট খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় স্লিপে, নিতে পারেননি গুলবাদিন নাইব।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৩.৫৩
এটি অফস্পিনিং অলরাউন্ডারের শততম ওয়ানডে
মাহমুদউল্লাহর বুড়ো হাড়ের ভেল্কিতে ৯৮, মিরাজের মাটি কামড়ানো ৬৬
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৩.৫১
বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুঁচকির চোটে টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজেও যাওয়া হচ্ছে না শান্তর।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৩.৩৭
লাল-সবুজের ১৭তম ওয়ানডে অধিনায়ক মিরাজ
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৩.৩৪
অভিষেক
একাদশে নেই পেসার তাসকিন আহমেদ, অভিষেক হল আরেক পেসার নাহিদ রানার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৩.৩৩
চোটে খেলতে না পারা নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জায়গায় এসেছেন জাকির হাসান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৩.৩১
শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.৪৭
সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শারজায় বিকেল চারটায় নামবে টিম টাইগার্স।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.৪১
তৃতীয় ও শেষ ম্যাচ পরিণত হয়েছে অলিখিত ফাইনালে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.৩৪
কাভারে ফিল্ডিং করতে গিয়ে বাঁ-পায়ে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন শান্ত।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.২১
আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি বলছেন, বাংলাদেশের ইনিংসের প্রথম ১০ ওভার আর শেষ ৫ ওভারে নিজেদের বোলিং মান অনুযায়ী না হওয়াতে হারতে হয়েছে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.১০
টানা হারের বৃত্ত থেকে বের হতে এমন মোমেন্টামের জন্য অপেক্ষা করছিলেন অধিনায়ক শান্ত।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.০১
নিজের পারফরম্যান্সে খুশি হতে পারেননি টাইগার তারকা। ইনিংস আরও বড় করতে চেয়েছিলেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.৪৩
বোলারদের তোপে ৬৮ রানে আফগানদের হারিয়েছে বাংলাদেশ। পাশাপাশি ১-১ সমতায় সিরিজে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.৩৭
৯২ রানের হার দিয়ে সিরিজ শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
২৩ রানে ৮ উইকেট নেই, আরেকটি ব্যাটিং বিপর্যয়ে হেরে গেলেন শান্তরা
[/vc_column_text][/vc_column][/vc_row]









