সংযুক্ত আরব আমিরাতের শারজায় দারুণ করছে বাংলাদেশ। তাসকিন আহমেদের ভালো শুরুর পর দুর্দান্ত মোস্তাফিজুর রহমান। টাইগার পেসারের তোপে ধুঁকছে আফগান ব্যাটিং। ১০ ওভারে ৪ সাফল্য পেয়েছে টিম টাইগার্স।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৪ উইকেটে ৫৭ রান তুলেছে তারা। হাশমতউল্লাহ শাহিদী ১২ রানে এবং গুলবাদিন নাইব ১৪ রানে ক্রিজে আছেন।
ইনিংসের দ্বিতীয় ওভারে সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ১.৫ ওভারে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ফেরান রহমানুল্লাহ গুরবাজকে, ৫ রান করেন।
অষ্টম ওভারে দ্বিতীয় সাফল্য এনে দেন মোস্তাফিজ। মুশফিকের ক্যাচ বানিয়ে ফেরান রহমত শাহকে। ১৩ বলে ২ রান আফগান ব্যাটারের। ৯.২ ওভারে নিজের দ্বিতীয় সাফল্যের দেখা পান ফিজ। অটলকে ফেরান লেগ বিফোরের ফাঁদে ফেলে। ৩০ বলে ২১ রান করে যান আফগান ওপেনার।
একই ওভারের পঞ্চম বলে ৩৫ রানে চতুর্থ উইকেট তুলে নেয় টিম টাইগার্স। মোস্তাফিজের কাটারে উইকেটের পেছনে ক্যাচ দেন আজমতউল্লাহ ওমরজাই। ৩ বল মোকাবেলা করলেও রানের খাতা খুলতে পারেননি।
১৩.২ ওভারে শাহিদী ও নাইবে নির্ভর করে দলীয় ফিফটি পূর্ণ করেছে আফগানিস্তান।








