আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৯২ রানে হার দেখেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। সিরিজ জয়ের আশা টিকিয়ে রাখতে আফগানদের সামনে ২৫৩ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
শারজায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে শান্ত’র ৭৬ রানের ইনিংসে ৭ উইকেটে ২৫২ রানের সংগ্রহ গড়েছে টিম টাইগার্স।
আগে ব্যাটে নেমে বাংলাদেশকে ভালো শুরুই এনে দেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। তানজিদের শুরুটা দারুণ হলেও লম্বা হয়নি ইনিংস। ৩.২ ওভারে ২৮ রানে বাংলাদেশ প্রথম উইকেট হারায়। তিন চার ও এক ছক্কায় ১৭ বলে ২২ রান করে ফিরে যান তানজিদ।
দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে টেনে নেন সৌম্য সরকার। ৯৩ বলে ৭১ রানের জুটি গড়েন দুজনে। ১৯তম ওভারের পঞ্চম বলে রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরে যান। দুটি করে চার ও ছক্কায় ৪৯ বলে ৩৫ রান করেন। এরপর শান্ত ও মিরাজ টেনে নেন দলকে।
২৮তম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ নবীর ফুলার লেংথের ডেলিভারিতে মিড অনে আলতো করে ড্রাইভ করেন শান্ত। সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন। ৭৫ বলে ক্যারিয়ারের নবম ফিফটি পূর্ণ করেন। ছিল চারটি চার ও একটি ছক্কার মার।
৩৩তম ওভারে তৃতীয় উইকট হারায় বাংলাদেশ। রশিদ খানের বলে বোল্ড হয়ে ফিরে যান মিরাজ। ৩৩ বলে ২২ রান করেন। তাওহীদ হৃদয় এই ম্যাচেও ভালো করতে পারেননি। ৩৮.১ ওভারে দলীয় ১৭৪ রানে নাঙ্গেলিয়া খারোটের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে উড়িয়ে মারেন হৃদয়। টাইমিং ঠিকমত না হওয়ায় সেদিকুল্লাহ অটলের হাতে ধরা পড়েন বাউন্ডারি লাইনে।
৪০.২ ওভারে দলীয় ১৮৩ রানে শান্তকে ফেরান খারোটে। বড় শট খেলতে গিয়ে লং অফে মোহাম্মদ নবীর তালুবন্দি হন। ১১৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন, ছিল ছয়টি চার ও একটি ছক্কার মার। একই ওভারে ঞ্চম বলে সাজঘরের পথ ধরেন মাহমুদউল্লাহ রিয়াদও। আজমতউল্লাহ ওমরজাইয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন, ৯ বলে ৩ রান করেন।
১৮৪ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে নাসুম আহমেদকে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন অভিষিক্ত জাকের আলি অনিক। ৪৭.৪ ওভারে নাসুম ফিরে যান বোল্ড হয়ে। তার আগে একটি চার ও দুটি ছক্কায় ২৪ বলে ২৫ রানের কার্যকরী ইনিংস খেলেন।
পরে তাসকিনকে নিয়ে ইনিংস শেষ করেন জাকের। একটি চার ও তিন ছক্কায় ২৭ বলে ৩৭ রান করেন অভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটার। তাসকিন অপরাজিত থাকেন ২৫২ রানে।
আফগানিস্তানের হয়ে নাঙ্গেলিয়া খারোটে দারুণ করেন। ৮ ওভারে ২৮ রান খরচায় নেন ৩ উইকেট। রাশিদ খান ও আল্লাহ মোহাম্মদ গজনাফর নেন দুটি করে উইকেট।









