আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের জন্য দুই দলে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানদের হোম সিরিজটির প্রথম ম্যাচের আগে শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে কঠোর অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে টাইগারদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো ভিডিওতে সোমবার দেখা গেছে, শুরুতে দলের অধিকাংশ খেলোয়াড় ফুটবল খেলে গা গরম করছেন। সেখানে রয়েছেন মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, জাকির হাসান, অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ দলের অনেকেই।
এরপর ক্রিজে নিজের স্বাচ্ছন্দ্যে বল করেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ব্যাট করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে বল করেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলামকেও। বোলিং কোচকে তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন ও শরিফুলকে নিয়ে পরামর্শ করতে দেখা যায়।
অনুশীলনে ব্যাট করেছেন টপঅর্ডারের তাওহীদ হৃদয়। ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিকুর রহিমও। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল চারটায়। খেলা হবে শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে।









