আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে টাইগারদের আতিথ্য দেবে আফগানরা। আগামী নভেম্বরে গড়াবে ম্যাচগুলো।
রোববার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সিরিজের সূচি প্রকাশ করেছে। ৬ নভেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে এবং ১১ নভেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দুদল।
গত জুলাইয়ে সিরিজটি খেলার কথা ছিল দুদলের। সেসময় আফগানদের সাথে পূর্ণাঙ্গ সিরিজই খেলার কথা ছিল বাংলাদেশের। ৩টি ওয়ানডের সঙ্গে ছিল ৩ টি-টুয়েন্টি ও ২টি টেস্ট। দুই বোর্ডের সম্মতিতে তখন ওয়ানডে সিরিজ স্থগিত করা হয়। জানানো হয়েছিল, পরে একসময় আয়োজন করা হবে সিরিজটি।









