আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরে বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছে বাংলাদেশ দল। ক্রিকেটারদের লক্ষ্য করে দুয়োধ্বনি দেয়া ও বাজে মন্তব্য করা হয়। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখান নাঈম শেখ। যেটি চান না বাংলাদেশ কোচ ফিল সিমন্স। পাশাপাশি জানালেন, বর্ণবাদী আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে শনিবার। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে লড়াই। আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন সিমন্স। বিষয়টি নিয়ে প্রশ্ন যায় ক্যারিবীয়ান কোচের দিকে। বললেন, বর্ণবাদী আচরণে খুব বিরক্ত তিনি।
‘আমি খুশি যে প্রসঙ্গটি তুলেছেন। প্রথমত বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে কী হচ্ছে, এসব নিয়ে ক্রিকেটারদের কিছু করার আছে বলে একদমই মনে করি না। ব্যক্তি হিসেবে সবারই অধিকার আছে সামাজিক মাধ্যমে যা ইচ্ছা বলার। আন্তর্জাতিক ক্রিকেটার ও জাতীয় ক্রিকেটার হিসেবে আমার ক্রিকেটারদের অবশ্যই উচিত নয় এসবের জবাব দেয়া।’
‘তবে একটি কথা বলতে চাই, ক্রিকেটারদের প্রতি কোনধরনের বর্ণবিদ্বেষী সুর কোনভাবেই থাকা ভালো কিছু নয়। আপনি যেখান থেকেই আসেন না কেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু জাকের আলীর প্রতি যা হয়েছে, সেসবে আমি ক্ষুব্ধ। ভালো কিছু নয় এসব। আপনাকে বলতে পারি, আমি চাই না আমার ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে কোনধরনের জবাব দেবে।’









