ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৪ ও ৭ সেপ্টেম্বর ম্যাচ দুটি হওয়ার সূচি ছিল। শুক্রবার প্রথম ম্যাচের সময়-সূচি এগিয়ে আনার কথা জানিয়েছে বাফুফে। প্রথম ম্যাচ ৪ তারিখের পরিবর্তে ৩ সেপ্টেম্বর হবে।
আফগানিস্তান জাতীয় ফুটবল দল এবং ফিফার পরামর্শ অনুযায়ী প্রথম ম্যাচের সময়ে পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দ্বিতীয় ম্যাচের তারিখ একই থাকছে, ৭ সেপ্টেম্বর হবে খেলা। দুটি ম্যাচই ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনাতে হবে।
বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ দুটি সম্প্রচারে থাকবে বেসরকারি দুই টিভি চ্যানেল। প্রথম ম্যাচ সরাসরি সম্প্রচার করবে নিউজ টুয়েন্টিফোর, দ্বিতীয় ম্যাচ দেখাবে টি-স্পোর্টস। বাফুফে থেকে ম্যাচ মাঠে গড়ানোর সময় অবশ্য এখনো জানানো হয়নি।







