বৃষ্টি-বিঘ্নিত দিনেও ঘাম ছুটল বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের। সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ব্যাটারদের দাপটে কোণঠাসা স্বাগতিক দলটি। চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৬ উইকেটে ৪১৭ রান।
জশুয়া ডি সিলভা ৭৩ ও কেভিন ৪৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। মুশফিক হাসান তিনটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন রিপন মণ্ডল, সাইফ হাসান ও নাঈম হাসান।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টির হানায় দ্বিতীয় দিনও হয়নি পুরো খেলা। ১২৩ ওভার ব্যাট করে চারশ ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।
আগের দিন ৬৮ ওভার খেলে ২ উইকেটে ২২০ রান তুলেছিল সফরকারী দলটি। আশির ঘরে গিয়ে আউট হন তিন ব্যাটার। তেজনারায়ণ চন্দরপল ৮৩, কির্ক ম্যাকেঞ্জি ৮৬ ও অ্যালিক স্টিভেন করেন ৮৫ রান।
৩১৭ রানে ষষ্ঠ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে অবিচ্ছিন্ন জুটিতে আরও ১০০ রান তুলেছে ক্যারিবীয় বাহিনী। ২২ গজে থিতু হওয়ার আগেই স্লিপ ফিল্ডার নাঈম হাসানের হাতে ক্যাচ দিয়েছিলেন জশুয়া। জীবন পেয়ে সেঞ্চুরির পথে হাঁটছেন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অধিনায়ক।








