কক্সবাজারে বলে-ব্যাটে দুর্দান্ত দিন কাটিয়েছে ভারতীয় ‘এ’ দল। সিরিজের শুরুতেই তারা চাপে ফেলেছে স্বাগতিকদের। প্রথম আনঅফিসিয়াল টেস্টে বাংলাদেশ ‘এ’ দলকে ১১২ রানে অলআউট করে লিড নিয়েছে সফরকারীরা। হাতে রয়েছে পুরো দশটি উইকেট। ভারতীয় দুই ওপেনারই পেয়েছেন ফিফটির দেখা।
সমুদ্রনগরীর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ২৬ রানে ৫ উইকেট হারায় মোহাম্মদ মিঠুনের দল। মোসাদ্দেক হোসেন সৈকত দলের রান তিন অঙ্কে তুলে আউট হন। ৮৮ বলে ৬টি চার ও ৩টি ছয়ে করেন ৬৩ রান।
নাজমুল হোসেন শান্ত ১৯ ও তাইজুল ইসলাম করেন ১২ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।
মূল ব্যাটারদের মধ্যে মাহমুদুল হাসান ১ ও মুমিনুল হক ৪ রানে আউট হন। চার ব্যাটার খুলতে পারেননি রানের খাতা। তারা হলেন-জাকির হাসান, অধিনায়ক মিঠুন, রেজাউর রহমান ও খালেদ আহমেদ।
শুরুর মতো শেষটা ভালো হয়নি স্বাগতিকদের। ৭ রানে ৪ উইকেট হারালে ১১২ রানে থামে প্রথম ইনিংস। বাংলাদেশের ইনিংস দীর্ঘ হয় মাত্র ৪৫ ওভার। চারটি উইকেট শিকার করেন সৌরভ কুমার, নবদীপ সাইনি তিনটি, মুকেশ কুমার দুটি ও অতীত শেথ একটি উইকেট নেন।
পরে অসাধারণ ব্যাটিংয়ে চার দিনের ১০ উইকেট অক্ষত রেখেই লিড নেয় ভারত। প্রথম দিনের খেলা শেষে সফরকারী ‘এ’ দলের সংগ্রহ ৩৬ ওভারে ১২০ রান। তারা এগিয়ে আছে ৮ রানে। যশস্বী জয়সাল ৬১ ও অভিমন্যু ঈশ্বরন ৫৩ রানে অপরাজিত আছেন।







