পাকিস্তান সফরের বেশির ভাগ সময়ই বৃষ্টিবাধায় পড়তে হয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে। দ্বিতীয় একদিনের ম্যাচের পর শেষটিতেও হানা দিয়েছিল বৃষ্টি। আবহাওয়া ও ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ। তাতে প্রথম একদিনের ম্যাচে জয় পাওয়া পাকিস্তান শাহীনস তিন ম্যাচের সিরিজ ১-০তে জিতে গেছে।
ইসলামাবাদে শুক্রবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শেষটিতে নামার কথা ছিল বাংলাদেশের। বৃষ্টির কারণে টসও হয়নি। সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান শাহীনস।
সফরে দুটি চার দিনের ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। ম্যাচ দুটি ড্রয়ের পর তিনটি একদিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে প্রায় পুরো সফরজুড়েই ছিল বৃষ্টির প্রভাব।
বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের জেরে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে। সকালে সময়মতো টস হয়নি। দুপুর ১টার দিকে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দিনের পুরো খেলাই না হওয়ার সিদ্ধান্ত দেন আম্পায়াররা।









