জিতলে কোনো সমীকরণ ছাড়াই সুপার এইটে উঠে যাবে বাংলাদেশ, হারলে পড়তে হবে নানা সমীকরণে। এমন ম্যাচে ব্যাটাররা কাজটা ঠিকঠাক করতে পারেননি। আগে ব্যাট করে অল্প রান অলআউট হয় দল। অল্প পুঁজি নিয়ে লড়াই করতে হয়েছে টিম টাইগার্সকে, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বোলাররা। ম্যাচ শেষে তাদের কৃতিত্ব দিতে ভোলেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
২১ রানে নেপালের বিপক্ষে জিতে শেষ দল হিসেবে সুপার এইট নিশ্চিত করার পর বোলারদের প্রশংসা করে শান্ত বলেছেন, ‘এই রাউন্ডে যেভাবে আমরা খেলেছি, তাতে আমরা খুশি। বোলারদের বলেছিলাম, যদি আমরা আগে উইকেট নিতে পারি তাহলে এই সংগ্রহ ঠেকানো সম্ভব। এটাই আমি বোলারদের বলেছিলাম এবং তারা মাঠে খুব ভালো করেছে।’
‘বোলিং আক্রমণে আমাদের সবই আছে। গত দুই-তিন বছর সব পেসার কঠোর পরিশ্রম করেছে। এই সংস্করণে বোলিং ইউনিট বেশ গুরুত্বপূর্ণ এবং আশা করছি তারা এই ফর্ম ধরে রাখতে পারবে। তিন জয় নিয়ে সুপার এইট, মোমেন্টাম বেশ গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’
‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। সব উইকেট হারিয়ে লাল-সবুজের দল সংগ্রহ করতে পারে মাত্র ১০৬ রান। তবে বোলিংয়ে এসে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তানজিম হাসান সাকিব। ৭ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
এবার পালা সুপার এইটে জায়ান্ট প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার। এ লড়াইয়ে প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।









