ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। সুপার এইট নিশ্চিত করায় আগামী বিশ্বকাপের টিকিটও কেটেছে টিম টাইগার্স। পথে সহজ ম্যাচ কঠিন করে নেপালের বিপক্ষে জয় তুলেছে নাজমুল হোসেন শান্তর দল। দুর্দান্ত বল করেছেন পেসার তানজিম হাসান সাকিব। ম্যাচে হয়েছে অনেক রেকর্ড। ঈদের খুশি বাড়িয়ে দেয়া ম্যাচে বাংলাদেশের রেকর্ডগুলো তুলে ধরা হল।
সোমবার ১০৬ রান করেও নেপালের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। যা টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কম রানে নির্ভর করে ম্যাচ জয়ের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার। এই আসরেই নিউইয়র্কে ওই ম্যাচে প্রোটিয়াদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।
টি-টুয়েন্টিতে অবশ্য ১০৬ রানের চেয়ে কম করেও জেতার রেকর্ড রয়েছে। আইসিসির পূর্ণ সদস্য ওয়েস্ট ইন্ডিজ ২০১৪ সালে এমন রেকর্ড করেছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে ৯৬ রান করেছিল দলটি এবং জিতে নিয়েছিল। ২০১০ সালে জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ করেও জিতেছিল।
নেপালের বিপক্ষে দারুণ একটি রেকর্ড গড়েছেন ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। ম্যাচে ৪ ওভার বল করে ২১টি ডট করেছেন, যা টি-টুয়েন্টি বিশ্বকাপে কোনো বোলারের জন্য রেকর্ড। আগের রেকর্ড ২০ বলের, যেখানে নয়জন মালিক, যার সাতজন এ আসরে খেলছেন।

টি-টুয়েন্টি বিশ্বকাপে আগে একই ম্যাচে দুদলের অলআউট হওয়ার ঘটনা ছিল মাত্র দুটি। বাংলাদেশ-নেপাল সেটিকে তৃতীয় ম্যাচে নিয়েছে। ২০১০ সালে গ্রোস আইলেটে অস্ট্রেলিয়া ও পাকিস্তান অলআউট হয়েছিল। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কা এবং পাকিস্তানও একইরকম একই ম্যাচে অলআউট হয়েছিল।
নতুন এক রেকর্ড গড়েছেন তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান। দুই পেসারই ৪ ওভার বল করে ৭ রান করে দিয়েছেন। টি-টুয়েন্টিতে বাংলাদেশের জন্য যেটি রেকর্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন রেকর্ড করেছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তারা দুজন রিশাদের সাথে রেকর্ডে সঙ্গী হয়েছেন।

৫০ রানের বেশি একটি জুটি হলেও বাংলাদেশের বিপক্ষে নেপাল ৮৫ রানে অলআউট হয়েছে। এমন জুটির পর টি-টুয়েন্টিতে এটি তৃতীয় সর্বনিম্ন রানের সংগ্রহ। ৫৯ রানের একটি জুটি হলেও নরওয়ে ২০২১ সালে জার্মানির বিপক্ষে ৭৬ রানে অলআউট হয়েছিল। ২০২২ সালে ক্যামেরন ৫২ রানের একটি জুটি করলেও ৭৬ রানে অলআউট হয়েছিল।
ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ফিফটি পেরোনো জুটির ইনিংসে আগের সর্বনিম্ন অলআউটের রান ছিল ১০১। ২০২১ সালে আয়ারল্যান্ড ফিফটি জুটি দিলেও অল্প রানে অলআউট হয়েছিল।

বিশ্বকাপে বাংলাদেশের ১০৬ রান আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের সহযোগী দেশের বিপক্ষে অলআউট হওয়ার দ্বিতীয় সর্বনিম্নের ঘটনা। সর্বনিম্নে অলআউট হওয়ার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের, নেদারল্যান্ডসের কাছে ২০১৪ সালে দেশটি ৮৮ রানে অলআউট হয়েছিল।

বাংলাদেশের ১০৬ রানে অলআউট আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সহযোগী দেশের কাছে পূর্ণ সদস্যের পঞ্চম সর্বনিম্ন রানে অলআউটের ঘটনা। ২০১৪ সালে বাংলাদেশ ১০৮ রানে হংকংয়ের কাছে অলআউট হয়েছিল।









