গেল ১০ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’। সংস্কৃতির পরিশীলন উচ্চাঙ্গ সংগীতকে মানুষের কাজে জনপ্রিয় করার লক্ষ্যে চ্যানেল আইয়ের উদ্যোগে বরাবরের মতো এবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন।
বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় শুরু হয়ে এ উৎসব আয়োজনের পর্দা নামবে ১ ফেব্রুয়ারি সকাল ৯ টায়। এবারের আয়োজনে চ্যানেল আইয়ের সঙ্গে পৃপৃষ্ঠপোষকতায় যুক্ত হয়েছে ‘বিকাশ’।
এরআগে সোমবার (২৯ জানুয়ারি) চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, এবার ১১তম মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’।
এ আয়োজন শুরু করেছিলেন সংগীতজ্ঞ প্রয়াত আজাদ রহমান। তাকে স্মরণ করে উৎসবটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রযোজনা করবেন অনন্যা রুমা।







