‘পরাণ’, ‘হাওয়া’র পর আবারও সিনেপ্লেক্সে চলছে বাংলা ছবির দাপট! ঈদুল আযহায় মুক্তি পাওয়া ৫ ছবির মধ্যে তিনটি ছবি দেখতেই স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় ভিড় করছেন দর্শক! বাংলা ছবি নিয়ে দর্শকের এমন আগ্রহে হলিউডের ছবির শো কমাতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ! বিষয়টিকে সার্বিকভাবে বাংলা ছবির জন্য ইতিবাচক মনে করছেন সাধারণ সিনেপ্রেমী মানুষেরা!
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (৭ জুলাই) স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় মোট সিনেমা চলছে ৭টি। এরমধ্যে চারটি হলিউডের। এই ৪টি ছবির রয়েছে ২৩ টি শো। সংখ্যায় বাংলা ছবি তিনটি থাকলেও সিনেপ্লেক্সের সবগুলো শাখায় বাংলা ছবিরই দাপট!
বিশেষ করে শো’য়ের দিক থেকে বাংলা ছবি ৩টির দৈনিক প্রদর্শনী থাকছে ৫৫টি! ছবি ৩টি হল প্রিয়তমা, সুড়ঙ্গ এবং প্রহেলিকা।
এরমধ্যে সবচেয়ে বেশী শো থাকছে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’র। ছবিটি দৈনিক শো পেয়েছে ২৭টি। যদিও গেল সপ্তাহে সিনেপ্লেক্সে দর্শক চাহিদার তুঙ্গে থাকা ছবিটির দৈনিক ৩৩টি শো ছিলো।
‘সুড়ঙ্গ’র পরেই সিনেপ্লেক্সে আছে হিমেল আশরাফ পরিচালিত ছবি ‘প্রিয়তমা’র অবস্থান। সিনেপ্লেক্সে গেল সপ্তাহে এই ছবিটির দৈনিক ৮-৯টি শো ছিলো। দর্শক চাপে দ্বিতীয় সপ্তাহে প্রায় দ্বিগুণ শো বেড়েছে। শুক্রবার (৭ জুলাই) থেকে ছবিটি সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ১৭টি শো চলবে।
প্রিয়তমার পরেই সিনেপ্লেক্সে শো’য়ের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’। ছবিটি শুরু থেকেই পারিবারিক দর্শকদের আকর্ষণ করছে। দ্বিতীয় সপ্তাহে সিনেপ্লেক্সে দৈনিক ১১টি শো দেখতে পারবেন দর্শক।







